• বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০
  • " />

     

    ২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ফাইনাল ১৮ ডিসেম্বর

    ২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ফাইনাল ১৮ ডিসেম্বর    

    ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত, পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে সেদিন। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ, শুক্রবার ছাড়া অন্যদিন ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬.৩০ থেকে। শুধু শুক্রবারে দুপুর দুইটা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ম্যাচ দুইটি। 

    কোন দলে কারা

    বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার রাজশাহী, ফরচুন বরিশাল ও জেমকন খুলনা- এবারের আসরে অংশ নিচ্ছে এই পাঁচটি দল। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ও রাজশাহী। প্রতিটি দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে দুইবার মুখোমুখি হবে, এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর হবে ফাইনাল। প্রতিদিন ম্যাচের পর এক দিন করে বিরতি থাকবে।

    বিশ্লেষণ- কেমন হলো ড্রাফট? 

    জৈব বলয়ের মধ্যে সবগুলো ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। তবে কোনো দর্শক থাকবে না মাঠে। 

    সবগুলো দল চারটি করে ম্যাচ খেলবে দিনে ও রাতে। ফাইনালে থাকছে রিজার্ভ ডে।