• বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০
  • " />

     

    মাশরাফিকে পেল মাহমুদউল্লাহ-সাকিবের খুলনা

    মাশরাফিকে পেল মাহমুদউল্লাহ-সাকিবের খুলনা    

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনায় খেলবেন মাশরাফি বিন মুর্তজা। রবিবার বিসিবি কার্যালয়ে এক লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে তার দল। ফলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেবেন তিনি, কোভিড-১৯ নেগেটিভ হলেই।  

    গত জুনে কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মাশরাফি, ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ারস ড্রাফটে ছিলেন না। তবে টুর্নামেন্টের মাঝপথে ডিসেম্বরের ১ তারিখে অনুশীলনে ফিরেছিলেন তিনি, এ টুর্নামেন্টে খেলতে পারেন, তেমন সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। 

    মাশরাফিকে পেতে এরপর আগ্রহী হয়েছিল চারটি দল। ফরচুন বরিশাল সবার আগে তাকে নিতে বিসিবির কাছে আবেদন করেছিল বলে জানিয়েছে তারা। এরপর জেমকন খুলনা, মিনিস্টার রাজশাহী, বেক্সিমকো ঢাকাও মাশরাফির ব্যাপারে আগ্রহী হয়। 

    টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্লেয়ারস ড্রাফটের বাইরের কোনো ক্রিকেটারকে কোনো দল নিতে পারবে না। তবে মাশরাফি ফিট হলে প্রতিটি দলই তাকে নেওয়ার সুযোগ পাবে, বিসিবি দলগুলিকে ড্রাফটের আগে এমন জানিয়েছিল, বলেছিলেন ফরচুন বরিশালের চেয়ারম্যান। আর একাধিক দল তাকে নেওয়ার আবেদন করলে লটারির সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। 

    টুর্নামেন্টে খেলার পথে রবিবারই ফিটনেস টেস্ট দিয়েছেন মাশরাফি। সেটিতে পাশ করেছেন বলে নিজেই জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে। এদিন কোভিড-১৯ টেস্টের নমুনাও দিয়েছেন তিনি। সেটির ফল পেলেই দলের সঙ্গে যোগ দেবেন বায়ো-সিকিউর বলয়ে। 

    রবিবারই জেমকন খুলনা নিজেদের ৬ষ্ঠ ম্যাচ খেলবে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে। তাদের পরের ম্যাচ ৮ ডিসেম্বর। ৫ ম্যাচে ৬ পয়েন্ট এখন তাদের। প্লে-অফের আগে তাই মাশরাফির কাছে থাকবে ২টি ম্যাচ।

    এ বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন মাশরাফি, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ছেড়ে দিয়েছিলেন ওয়ানডে অধিনায়কত্বকে।