• ইংল্যান্ডের ভারত সফর
  • " />

     

    ইংল্যান্ডকে উড়িয়ে, অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

    ইংল্যান্ডকে উড়িয়ে, অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত    

    ইংল্যান্ড ১ম ইনিংস ২০৫ অল-আউট (স্টোকস ৫৫, লরেন্স ৪৬, আক্সার ৪/৬৮, আশ্বিন ৩/৪৭) ও ২য় ইনিংস ১৩৫ অল-আউট (লরেন্স ৫০, অক্ষর ৫/৪৮, আশ্বিন ৫/৪৭)
    ভারত ১ম ইনিংস ৩৬৫ অল-আউট (পান্ট ১০১, সুন্দর ৯৬*, স্টোকস ৪/৮৯, অ্যান্ডারসন ৩/৪৪) 
    ভারত ইনিংস ও ২৫ রানে জয়ী


    আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্টে ভারতের লেগেছিল দুই দিন, এবার লাগলো একদিন বেশি। এক ব্যাটসম্যান বেশি খেলিয়েও সুবিধা করতে পারলো না ইংল্যান্ড, অক্ষর প্যাটেল ও রবি আশ্বিনের তোপে তৃতীয় দিনের শেষবেলায় ১৩৫ রানে গুটিয়ে ইনিংস ব্যবধানে হেরেছে তারা। দুই স্পিনারই নিয়েছেন ৫টি করে উইকেট। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে ভারত, সেখানে তাদের প্রতিপক্ষা আগে থেকেই ঠিক হয়ে থাকা নিউজিল্যান্ড। এ টেস্ট ইংল্যান্ড জিতলেই শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারত অস্ট্রেলিয়া, তবে ম্যাচে খেয়াল রাখলে তারা শুধু দেখেছে ভারতের ফাইনালে যাওয়াই। 

    ইংল্যান্ডের হতাশাটা আগেরদিন ঋষভ পান্টের দুর্দান্ত ইনিংসেই বেড়েছিল অনেকখানি, যা একটু আশা ছিল-- এ দিনের প্রথম ঘন্টায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে আক্সার প্যাটেলের ব্যাটিং মোটামুটি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাদের। দুজন মিলে যোগ করেছিলেন ১০৬ রান। অবশ্য ৪ রানের হতাশা আছে সুন্দরেরও, ৯৬ রানে দাঁড়িয়ে হুট করেই ওপাশে সব সঙ্গী হারিয়ে ফেলেছেন তিনি। ৫ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারিয়েছে ভারত, প্যাটেলের রান-আউটের পর ইশান্ত শর্মা ও মোহাম্মদ সিরাজ হয়েছেন স্টোকসের শিকার। তবে ১৬০ রানের লিড হয়ে গেছে ভারতের, ইংল্যান্ডকে পাহাড়সম চাপে ফেলতে যথেষ্ট হয়েছে সেটিই। 

    লাঞ্চের আগের সংক্ষিপ্ত সময়টা জ্যাক ক্রলি ও ডম সিবলি নিরাপদে কাটিয়েছিলেন, তবে বিরতির পর তারা পড়ে গেছেন ভারতের ট্রায়াল-বাই-স্পিনের সামনে। সিরাজ ৪ ওভার বোলিং করেছিলেন, ইশান্ত শর্মাকে আনেনই কোহলি। প্রথম আঘাতটা করেছিলেন রবি আশ্বিন, আগে বড় টার্ন দেখিয়ে সোজা বলে ধন্দে ফেলেছিলেন জ্যাক ক্রলিকে, সামনে ঝুঁকে খেলতে গিয়ে এজড হয়েছেন তিনি। ঠিক পরের বলে ভারত-দুঃস্বপ্নের আরেক অধ্যায় যুক্ত হয়েছে জনি বেইরস্টোর, পায়ের ওপরের বল ফ্লিক করতে গিয়ে সোজা লেগস্লিপে ক্যাচ দিয়েছেন, ভারতের বিপক্ষে শেষ ১০ ইনিংসের ৬টিতে ডাক খেয়েছেন তিনি। 

    পরের উইকেটটাতে অবশ্য ডম সিবলির প্রতি একটু সহানুভূতি জাগতে পারে, তার সুইপ শর্ট লেগে থাকা শুবমান গিলের পায়ে আঘাত করে ওপরে উঠেছিল, সেটা ধরেন ঋষভ পান্ট। বেন স্টোকস আক্সার প্যাটেলের শিকার, সুইপ করতে গিয়ে লেগস্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। 

    ওলি পোপ একটু ছন্দে ছিলেন মনে হচ্ছিল, তবে পায়ের কাজ বেশি করতে গিয়ে পান্টের ভাল রিফ্লেক্সের শিকার তিনি। প্যাটেলকে ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে গিয়ে মিস করেছিলেন, বাউন্স করা বলটা গলা-বরাবর গিয়েছিল পান্টের, সেটিকে দারুণভাবে সামাল দিয়ে হাতে এনে স্টাম্প ভেঙেছেন পান্ট। 

    এক বল পর আশ্বিনের আর্মারের শিকার সিরিজে এ কন্ডিশনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের একমাত্র আশার আলো অধিনায়ক রুট, ব্যাকফুটে খেলতে গিয়ে হয়েছেন এলবিডব্লিউ। আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন, তবে সেটি বাঁচাতে পারেনি তাকে। চা-বিরতির পর ১০ ওভার অবিচ্ছিন্ন ছিল বেন ফোকস ও ড্যান লরেন্সের জুটি, প্যাটেল এসে ভেঙেছেন সেটি। ফোকস এজড হয়েছিলেন, বাঁদিকে ডাইভ দিয়ে বেশ ভাল ক্যাচ নিয়েছেন আজিঙ্কা রাহানে। যদিও তিনি নিশ্চিত ছিলেন না, টিভি আম্পায়ার নিশ্চিত করেছেন সেটি। জ্যাক লিচকে নিয়ে এরপর কিছু সময় কাটিয়েছেন লরেন্স, পেয়েছেন ফিফটিও। তবে সেটুকুই, পরে সিরিজসেরা হওয়া আশ্বিন এরপর পেয়েছেন ইনিংসে ৪র্থ ও ৫ম উইকেট-- লিচ ক্যাচ দিয়েছেন স্লিপে, লরেন্স হয়েছেন বোল্ড।