• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ব্যাটে-বলে দুর্দান্ত সিলেটের তিনে তিন

    ব্যাটে-বলে দুর্দান্ত সিলেটের তিনে তিন    

    গ্রুপ পর্ব, মিরপুর (টস-সিলেট/বোলিং)

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৪৯/৬, ২০ ওভার (জাকের আলী ৫৭*, মালান, ৩৭, পেরেরা ২/২৬, আমির ২/২২) 

    সিলেট স্ট্রাইকার্স- ১৫০/৫, ১৭.৪ ওভার (তৌহিদ হৃদয় ৫৬, মুশফিক ২৮*, জাকির ২০, নবী ২/২৮, খুশদিল ২/২৯) 

    ফলাফল : সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী 

     

    ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে সিলেট স্ট্রাইকার্সের। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চলতি বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রান তাড়ায় নেমে ছন্দে থাকা তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটি, জাকির হাসানের ক্যামিওর পর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিলেট।

    টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির-থিসারা পেরেরাদের চেপে ধরা বোলিংয়ে সিলেটকে ১৫০ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। রান তাড়ায় নেমে মোহাম্মদ হারিসের উইকেট খোয়ালেও তিনে নেমে পাল্টা আক্রমণ করেন হৃদয়। তুলে নেন টানা দ্বিতীয় ফিফটি। ৩৭ বলে ৫৬ রানের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন তিনটি চার ও চারটি ছক্কায়। 

    বাঁহাতি জাকির আজও খেলেছেন দারুণ এক ক্যামিও। এক চার দুই ছক্কায় ১০ বলে ২০ রান করে নবীর বলে আউট হয়েছেন তিনি। আকবর আলীকে নিয়ে শেষটা ধীরেসুস্থেই করেছেন মুশফিক। নিয়মিত স্ট্রাইক রোটেট করে ২৫ বলে ২৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি।

    এর আগে ডাভিড মালানের ৩৭, সৈকত আলীর ২০ ও জাকের আলী অনিকের ৫৭ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ের রসদ পেয়েছিল কুমিল্লা। টপ অর্ডারে লিটনও আজ ছিলেন ব্যর্থ, ইমরুল কায়েস-মোসাদ্দেকরাও আজ সুবিধা করতে পারেননি। দুটি করে উইকেট নিয়ে, দারুণ বোলিংয়ে কুমিল্লার রানের চাকা আটকে ধরেছিলেন আমির-পেরেরা-মাশরাফিরা।