• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'সুপার' সাকিবে টানা তিন জয় বরিশালের

    'সুপার' সাকিবে টানা তিন জয় বরিশালের    

    গ্রুপ পর্ব, চট্টগ্রাম (টস-কুমিল্লা/বোলিং) 

    ফরচুন বরিশাল- ১৭৭/৬, ২০ ওভার (সাকিব ৮১*, ইব্রাহিম ২৭, তানভীর, ৪/৩৩)

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৬৫/৭, ২০ ওভার (খুশদিল ৪৩*, লিটন ৩২, সাকিব ১/১১, ইফতিখার ১/৩৩) 

    ফলাফল: ফরচুন বরিশাল ১২ রানে জয়ী 

    ব্যাটে-বলে কিংবা অধিনায়কের দায়িত্বে সাকিব আল হাসান যেন উড়ছেন, রীতিমতো অনবদ্য। তার হাত ধরে বিপিএলের মঞ্চে উড়ছে ফরচুন বরিশালও। ব্যাট হাতে আজ কুমিল্লার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান সাকিবের, পেয়েছেন এবারের দ্বিতীয় ফিফটি। কিপ্টে বোলিং স্পেলে শিকার এক উইকেট। সাথে অধিনায়কত্বেও দেখিয়েছেন মুন্সিয়ানা। সিলেটের বিপক্ষে হার দিয়ে এবারের বিপিএল শুরু করা বরিশাল, কুমিল্লাকে হারিয়ে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। 

    টস হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লার সামনে ১৭৮ রানের লক্ষ্য দাঁড় করায় বরিশাল। ব্যাটিং অর্ডারে মোহাম্মদ রিজওয়ান যোগ হলেও সেই বাধা টপকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিটনের সাথে রিজওয়ান মিলে শুরুটা দারুণ করেছিলেন ৪২ রানের উদ্বোধনী জুটিতে। রিজওয়ান ফিরলেও অন্য প্রান্তে সাবলীল ব্যাট করেন লিটন। তবে করিম জানাতের দুর্দান্ত এক থ্রোতে রান আউটে কাটা পড়ে ফিরতে হয় তাকেও। 

    ইমরুল কায়েস-চ্যাডউইক ওয়ালটনরা থিতু হয়ে ফিরেছেন। কিপ্টে স্পেলে ওয়ালটনকে ফিরিয়েছন সাকিব। ৫৪ রানের জুটিতে দলকে লড়াইয়ে রেখেছিলেন খুশদিল-মোসাদ্দেক, তবে শেষ রক্ষা হয়নি। মোসাদ্দেক ১৭ বলে ২৯ রানের ক্যামিও খেলেন, শেষ পর্যন্ত খুশদিল অপরাজিত থাকেন ৪৩ রানে। 

    বরিশালের ব্যাটিং এক কথায় সাকিবময়। টপ, মিডল অর্ডারের বিজয়-ইব্রাহিমরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে সাকিবের চওড়া ব্যাট সেই চিত্র ভুলিয়ে দিয়েছে বরিশালকে। ৪৫ বলে আট চার ও চারটি চারের মারে ৮১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার।