• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বাংলা'ময় ১০ই ফেব্রুয়ারি: ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে বিপিএলে বিশেষ উদ্যোগ

    'বাংলা'ময় ১০ই ফেব্রুয়ারি: ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে বিপিএলে বিশেষ উদ্যোগ    

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১শে ফেব্রুয়ারির আগেই বিপিএল শেষ হয়ে যাওয়ার কথা থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকেই বেছে নিয়েছে বিসিবি। এদিনে বিসিবির ঘোষিত কার্যক্রমগুলো হলো-  

    ১) সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পড়বেন।

    ২) ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। ( ইংরেজি ও বাংলায়)

    ৩) বাংলাদেশি ধারাভাষ্যকারগণ বাংলাতে ধারাভাষ্য দিবেন এবং বিদেশী ধারাভাষ্যকারেরাও তাঁদের  ধারাভাষ্যর সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন। 

    ৪) খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

    ৫) ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলাতে  (প্রয়োজন ভেদে ইংরেজিতে - শুধু মাত্র বিদেশী খেলোয়াড়দের জন্য যদি তাঁদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

    ৬)  সকল দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী পরবেন। 

    ৭) মাঠে অবস্থিত এল ই ডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।