মেসিকে মাঠে চায় চিলি

চিলি জাতীয় দলের সংবাদ সম্মেলনটা যেখানে চলছিল, তিনি অনুশীলনে ঘাম ঝরাচ্ছিলেন সেখান থেকে প্রায় ২৫ মাইল দূরে। পথের দূরত্ব অবশ্য কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারলো না, কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সাথে গণমাধ্যমের আলাপচারিতার অনেকটা অংশ জুড়েই থাকলেন লিওনেল মেসি। শেষ আসরের দুই ফাইনালিস্ট কাল মাঠে নামছে এবারের আয়োজনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। আর্জেন্টিনার জন্য তো উপলক্ষটা একরকম প্রতিশোধেরও। অথচ সেই ম্যাচেই কিনা দলের সবচেয়ে বড় অস্ত্রটিরই খেলা অনিশ্চিত! আলবিসেলেস্তেদের জন্য যেমন এটা দুশ্চিন্তার কারণ, প্রতিপক্ষ চিলির জন্য তো স্বস্তিরও। কিন্তু তেমনটা মানতে নারাজ ‘লা রোজা’দের অধিনায়ক ক্লদিও ব্রাভো। বার্সেলোনায় মেসির এই সতীর্থ বলছেন, মেসিকে তাঁরা খুব করেই কাল প্রতিপক্ষ হিসেবে পেতে চান।
গত সপ্তাহে হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালে পিঠে চোট পান মেসি। মাঝে স্পেন ফিরে গিয়ে কর ফাঁকির মামলায় হাজিরা দিয়ে এসে এ সপ্তাহে অনুশীলন করেছেন পৃথকভাবে। তাঁর একাধিক সতীর্থ জানাচ্ছেন, কাল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন ছুটে গেলে ব্র্যাভো মেসিকে মাঠে দেখতে চান বলেই মন্তব্য করেন, “আমি জানি না তাঁর অবস্থা এখন কী। সে আহত কিনা, কাল খেলতে পারবে কিনা কিছুই জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের জন্য এবং আর্জেন্টিনার জন্য তাঁকে মাঠে পাওয়াটাই ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে তাঁকে খেলতে দেখতে চাই, কারণ তাঁর উপস্থিতি যে কোনো ম্যাচেই বাড়তি মাত্রা যোগ করে।”
মেসি নিজে কাল খুব করেই খেলতে চাইবেন বলে বিশ্বাস চিলির অধিনায়কের, “তাঁকে যতোটুকু জানি সে অবশ্যই কাল থাকতে চাইবে। বিশেষ করে খেলাটা যখন কোপায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ।”
তবে মেসি খেলুন আর না-ই খেলুন, চিলির রণকৌশলে কোনো রদবদল আসবে না বলেই দাবী ব্র্যাভোর, “বেশ কিছুদিন ধরেই আমরা একভাবে খেলে যাচ্ছি, কে প্রতিপক্ষ সেটা কোনো ব্যাপার নয়। মেসির থাকা না থাকা আমাদের খেলায় কোনো প্রভাব ফেলবে না।”