• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    কোপা আমেরিকায় ভুল জাতীয় সংগীত!

    কোপা আমেরিকায় ভুল জাতীয় সংগীত!    

    কোপা আমেরিকা হবে আর সেখানে কোনো গন্ডগোল হবে না, সেটা কী হয়? তবে উরুগুয়ের ম্যাচে যেটা হলো, তার চেয়ে বড় কেলেঙ্কারি হওয়া কঠিন।

     

    আমেরিকার গ্লেনডেলে ইউনিভার্সিটি অফ ফিনিক্সের স্টেডিয়ামে উপস্থাপক ঘোষণা করলেন, উরুগুয়ের জাতীয় সংগীত বাজতে যাচ্ছে। কিন্তু শুরু হওয়ার পর কাভানিরা কেমন যেন আড়ষ্ট হয়ে গেলেন। কয়েকজনের মুখে বিহবল ভাব। বোঝাই যাচ্ছিল, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। ততক্ষণে জাতীয় সংগীত চলছেই। ওদিকে ডিয়েগো গডিন কিন্তু নিজের মতো করে গলা মিলিয়ে যাচ্ছেন। সতীর্থেরা অবশ্য একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছিলেন। আসলে সংগীতটা উরুগুয়ের ছিল না, ভুলে চিলির জাতীয় সংগীত বাজানো হয়েছিল।

     

     

    পরে আয়োজকেরা এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। দাবি করেছেন, অপারেটরের ভুলে কারণেই এই বিভ্রাট। ম্যাচটাও উরুগুয়ের ভুলে যাওয়ার মতো হয়েছে, মেক্সিকোর কাছে হেরে গেছে ৩-১ গোলে।


    ৪ মিনিটের সময় পেরেইরার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল উরুগুয়ে। প্রথমার্ধের আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের ভেসিনো। ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর গুয়ার্দাও। পরের মিনিটেই গডিনের গোলে সমতা আনে উরুগুয়ে। ৮৫ মিনিটে রাফায়েল মার্কেজের গোলে আবার এগিয়ে যায় মেক্সিকো। ৯০ মিনিটে হেক্টর হেরেরার গোলে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় মেক্সিকো।