• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    হাইতির জালে ব্রাজিলের সাত গোল

    হাইতির জালে ব্রাজিলের সাত গোল    

    প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল। ব্রাজিল কোচ দুঙ্গা বলেছিলেন, পরের ম্যাচ থেকেই দল স্বরূপে ফিরবে। দুঙ্গা কথা রেখেছেন, হাইতির সঙ্গে ফিরেছে সেই পুরনো ব্রাজিল। ৭-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় প্রথম জয় পেয়েছে ব্রাজিল। হ্যাটট্রিক করেছেন ফিলিপে কুটিনহো। 

    আগের ম্যাচে পেরুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল হাইতি। কিন্তু কাল শুরু থেকেই ব্রাজিল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল।  দুই মিনিটেই হাইতির একজন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে পারতেন। পরে আবার উইলিয়ানের একটা শট ঠেকিয়ে দিয়েছেন জন প্লাসিড। কিন্তু ১৪ মিনিটে আর ঠেকাতে পারলেন না, এবার ফিলিপে কুটিনহো দূর থেকে চমৎকার এক গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ২৯ মিনিটে আবারও এগিয়ে দিয়েছেন কুটিনহো, এবার অবশ্য জোনাসের দেওয়া বলটা জালে ঠেলে দিতে কোনো কষ্টই হয়নি। তবে ৩৫ মিনিটে পরের গোলটা গোলরক্ষক প্লাসিডের ভুলে। তাঁর থ্রো করা বলটা সরাসরি পেয়ে যান দানি আলভেস, সেটা থেকে গোল করে দলকে এগিয়ে দেন রেনাটো অগাস্টো। 


    পুরো ম্যাচেই অবশ্য প্লাসিড দারুণ খেলেছেন, বেশ কয়েক বার তিনি বাধা হয়ে না দাঁড়ালে হাইতির জালে গোল দুই অঙ্কে চলে যেতে পারত। ৫৯ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলটা দিয়েছেন জোনাসের বদলে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল। ৬৭ মিনিটে আবার এগিয়ে যায় ব্রাজিল, এবার গোল করেছেন আরেক বদলি লুকাস লিমা। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল দিয়েছেন অগাস্টো। আর শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফিলিপে কুটিনহো।