কলম্বিয়া বানান ভুল করল অ্যাডিডাস!

প্রথমে উরুগুয়ের দলের জন্য ভুল জাতীয় সংগীত বাজানো, এরপর চিলির জাতীয় সংগীতের সময় পিটবুলের গান বাজিয়ে দেয়া; যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার শতবর্ষপূর্তির টুর্নামেন্ট ঘিরে চলছে একের পর এক উদ্ভট কান্ড। তবে এসব বিতর্ককেও ছাপিয়ে গেছে অ্যাডিডাসের করা এক ‘মহাভুল’! নতুন এক বিজ্ঞাপনে কলম্বিয়ার নামের বানান ভুল করেছে জার্মানভিত্তিক এই ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।
কোপা আমেরিকা উপলক্ষে কলম্বিয়া জাতীয় দলের নতুন জার্সির বিজ্ঞাপনে এই ভুলটি করে অ্যাডিডাস কোম্পানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রদ্রিগেজ, কোয়াদ্রাদোদের ছবি সম্বলিত বিলবোর্ডে ‘Colombia’ এর পরিবর্তে ‘Columbia’ লিখে বিজ্ঞাপন দেয় এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। ‘Columbia’ মূলত যুক্তরাষ্ট্রের একটি অঞ্চলের নাম; আর এ কারনেই আরো বেশি সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে ২০১১ থেকে কলম্বিয়া ফুটবল দলের পৃষ্ঠপোষকতা দিয়ে আসা প্রতিষ্ঠানটিকে।
তবে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দেরী করে নি অ্যাডিডাস। পোর্টল্যান্ডের ওরেগনে অবস্থিত কোম্পানিটির উত্তর আমেরিকার হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে বলা হয়, “কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সাথে আমাদের বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং আমাদের ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এই ছবিগুলো সরিয়ে ফেলেছি এবং আজই নতুন করে বিলবোর্ড বসানো হবে।”
এদিকে বিজ্ঞাপনে দেশের নাম নিয়ে বিতর্ক চললেও মাঠের খেলায় দারুণ নৈপুণ্য দেখাচ্ছে রদ্রিগেজের দল। গ্রুপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ ব্যবধানে হারানোর পর ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে ২-১ ব্যবধানে, প্রথম দল হিসেবে চলে গেছে কোয়ার্টার ফাইনালে।