সুয়ারেজের ক্ষোভ, কোচের দাবি চোটের জন্যই নামাননি!

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হার। চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে। আর নিজের দলের বিদায়টা লুইস সুয়ারেজকে দেখতে হয়েছে সাইড বেঞ্চে বসেই। ইনজুরি কারণ দেখিয়ে কোচ অস্কার তাবারেজ আজও মাঠে নামান নি সুয়ারেজকে। আর তাতে মাঠেই বেশ চটে গিয়েছিলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
কিছুদিন আগেই ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নামতে পারেন নি লুইস সুয়ারেজ। তবে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন বার্সা স্ট্রাইকার। ম্যাচ শুরুর আগে দলের সাথে প্র্যাকটিসেও নেমেছিলেন তিনি। তবে শুরুর একাদশে জায়গা হয়নি তাঁর। পরে দ্বিতীয়ার্ধেও বদলি হিসেবেও সুযোগ না পাওয়ায় দলের স্টাফের সাথে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়েন সুয়ারেজ। এমনকি এক পর্যায়ে সাইড বেঞ্চের গ্লাসে ঘুষি মারেন এবং মাঠের ভিতর বুট ছুড়ে মারেন।
সুয়ারেজ ম্যাচ খেলতে চাইলেও ম্যাচ হারার পর উরুগুয়ের কোচ অনড় অবস্থানে থেকেই জানালেন তাঁকে নামানোর পরিস্থিতি ছিল না, “তাঁর অবস্থা আগের মতই। সে এখনো খেলতে প্রস্তুত নয়। এটা সংখ্যা এবং ডাক্তারের বিষয়। এতে সে যদি হতাশ হয়ে থাকে তবুও আমি এমন কাউকে নামাতে পারি না যে শতভাগ ফিট নয়। আর আমি তাঁর হতাশ হওয়ার ব্যাপারে জানতাম না। সেও আমাকে তেমন কিছু বলে নি।”
দ্বিতীয়ার্ধে সুয়ারেজ ওয়ার্মআপ করলেও অস্কার তাবারেজ সাফ জানালেন তাঁকে নামানোর কোনো পরিকল্পনাই ছিল না তাঁর, “আঠার দিন আগে সে ইনজুরিতে পড়েছিল। আমরা সুয়ারেজকে চাই তবে সে যখন সম্পূর্ণ সুস্থ হবে তখনই। আজকে লুইস আমাদের সাথে অনুশীলন করছিল যদিও বাড়তি চাপ না দেয়ার জন্য আজ তাঁর ছুটি ছিল। সে হয়ত একটু শরীর গরম করতেই নেমেছিল। কারণ, সে জানে কোচ তাঁর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”