ফিরেই মেসির দুর্দান্ত হ্যাটট্রিক

পিঠের চোট ভালোই ভোগাচ্ছিল। হন্ডুরাসের সঙ্গে দুই সপ্তাহ আগে সেই যে চোট পেয়েছিলেন, এর পর নামতে পারেননি চিলির সঙ্গে কোপা আমেরিকার প্রথম ম্যাচে। আজ যখন ৬১ মিনিটে নামলেন, আর্জেন্টিনা তখন ১-০ গোলে এগিয়ে। ৩০ মিনিট পর সেই স্কোরলাইন ৫-০, লিওনেল মেসির নামের পাশে জ্বলজ্বল করছে হ্যাটট্রিক। ফেরাটা এর চেয়ে রাজকীয় হতে পারত না। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠাও নিশ্চিত করল আর্জেন্টিনা।
ম্যাচের ৭ মিনিটেই আনহেল ডি মারিয়ার সেট পিস থেকে নিকোলাস ওতামেন্দির হেডে এগিয়ে যায় আর্জেন্টিনা । এর পর চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি। পানামার গা জোয়ারি ফুটবলের কাছে একটু খাবিই খাচ্ছিলেন হিগুয়াইনরা। শেষ পর্যন্ত বাঁধটা খুলে দেন মেসি। ৬১ মিনিটে যখন নামছিলেন, মাঠে তখন "মেসি মেসি" ধ্বনি। ৬৮ মিনিটেই সেই কোরাস আরও উঁচুতে উঠল। একটা বল ক্লিয়ার করতে গিয়েছিলেন পানামার এক ডিফেন্ডার। কিন্তু সেটি হিগুয়াইনের মুখে লেগে চলে যায় মেসির কাছে। বাঁ পায়ের শটে অধিনায়ক পেয়ে যান ম্যাচের প্রথম গোল।
৭৮ মিনিটে দ্বিতীয় গোল, এবার বাঁ পায়ের সেই দুর্দান্ত ফ্রিকিক। ৮৭ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার হয়ে এটি মেসির চতুর্থ হ্যাটট্রিক, এর আগে সুইজারল্যান্ড, গুয়াতেমালা ও ব্রাজিলের বিপক্ষে করেছিলেন। দেশের হয়ে এখন গোল ৫৩টি, বাতিস্ততাকে ছাড়িয়ে যেতে দরকার মাত্র চার গোল। শেষে আগুয়েরোর গোলেও বড় অবদান রেখেছেন মেসি।