বিশ্রাম দিয়ে বিপাকে কলম্বিয়া

আগের দুই ম্যাচ জিতে নিশ্চিত হয়ে গিয়েছিল নক-আউট পর্ব, গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার প্রয়োজন ছিল স্রেফ একটা ড্র। শেষ ম্যাচটা যাঁদের বিপক্ষে, সেই কোস্টারিকার কাছে নিকট অতীতে হারের রেকর্ড নেই। কলম্বিয়ার কোচ হোসে প্যাকারম্যান তাই তাঁর প্রথম একাদশের দশজনকেই বিশ্রাম দিয়ে দিলেন। ফলাফলটা অবশ্য ভালো হল না, ৩৬ বছরের রেকর্ড ভেঙে কলম্বিয়া হেরে বসলো কোস্টারিকার কাছে।
হামেস রদ্রিগেজ, হুয়ান কুয়াদ্রাদোদের ছাড়া মাঠে নেমে কলম্বিয়া খেলার ২ মিনিটের মাথায়ই গোল হজম করে বসে। মিনিট পাঁচেক বাদে অবশ্য দলকে সমতায় ফেরান ফ্র্যাংক ফাব্রা। কিন্তু ৩৪ মিনিটের মাথায় সেই ফাব্রাই আত্মঘাতী গোলে এগিয়ে দেন কোস্টারিকাকে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান বেড়ে হয় ৩-১। এরপর ৭৩ মিনিটে মার্লস মনেরো ব্যবধান কমান, ৩-২।
এ পরাজয়ের ফলে গোল ব্যবধানে গ্রুপে দ্বিতীয় অবস্থানে নেমে গেলো কলম্বিয়া। শেষ ম্যাচটা হালকাভাবে নেয়ার মাশুলটা চড়াই হতে পারে প্যাকারম্যানের দলের জন্য। কোয়ার্টার ফাইনালে এখন তাঁদের সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল!