• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    'সবাই দেখেছে ওটা হ্যান্ডবল ছিল'

    'সবাই দেখেছে ওটা হ্যান্ডবল ছিল'    

    নেইমারকে অলিম্পিকের জন্য তুলে রেখেই সেলেকাওরা জানান দিয়েছিল কোপা আমেরিকার বিশেষ আয়োজন নিয়ে অতো মাথা ঘামাচ্ছে না তাঁরা। কিন্তু তাই বলে এতো তাড়াতাড়ি বিদায়? তিন দশক পর টুর্নামেন্টটির গ্রুপ পর্ব খেলেই বাড়ির বিমান ধরতে যাচ্ছে ব্রাজিল। শেষ ম্যাচে পেরুর বিপক্ষে একটি ড্র হলেই নক-আউট খেলা যেতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অথচ বিতর্কিত এক গোলে সেটাই হেরে বসে নিতে হচ্ছে বিদায়। কিন্তু এটাকে তাঁদের ‘হার’ মানতে নারাজ ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। তাঁর দাবী তাঁদেরকে আসলে ‘হারানো হয়েছে’।

     

    খেলা শেষের তখন ১৫ মিনিট বাকি। পেরুর অ্যান্ডি পোলোর ক্রস জালে জড়ালেন রুইডিয়াজ। কিন্তু রিপ্লেতে দেখা গেলো, বলটা ইচ্ছা করে হাত লাগিয়ে জালে জড়ানো হয়েছে। রেফারি প্রথমে গোল দিয়ে সেটা বাতিল করে দিয়েছিলেন। কিন্তু সহকারী রেফারির সঙ্গে কথা বলার পর আবার গোলের সিদ্ধান্তেই ফিরে যান।

     

     

    কোপা থেকে বিদায়টাই কেবল ২৯ বছর পর এমন নয়, ব্রাজিল পেরুর কাছে হার মানলো সে-ও ৩১ বছর পার করে। কিন্তু হেরেছেন যে সেটাই তো মানতে নারাজ দুঙ্গা, “কী হয়েছে সবাই দেখেছে। আমাদের কী-ই বা করার ছিল? সবার চোখের সামনে যেটা ঘটলো সেটা তো বদলে দেয়া সম্ভব না। একেবারেই অভাবনীয়। চরম বিতর্কিত খেলা হয়েছে। প্রথমার্ধে আমরাই চালকের আসনে ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষভাগে গিয়ে যা হল সেটা ঠেকানো আসলে খেলোয়াড়-কোচদের সামর্থ্যের অতীত। ব্রাজিল সমর্থকরা দেখেছে কিভাবে আমাদের বিদায় করা হয়েছে। আমরা ফুটবল খেলে হারি নি।”

     

    গোল বাতিলের সিদ্ধান্তটা আসলে কার ছিল- সে নিয়েও প্রশ্ন তুলছেন ব্রাজিলের কোচ, “যখন রেফারীদের নিজেদের মধ্যে এটা নিয়া কথা বলা উচিৎ ছিল, তাঁরা তখন অন্য কারও সাথে কথা বলছিল। আমি বুঝতে পারছি না তাঁদের মাইক্রোফোনে কেন পরামর্শ করতে হল?”

     

    তবে দুঙ্গা বলছেন, এভাবে বিদায় নেয়ার পরও কোচের পদ হারানোর ভয় তিনি করছেন না, “একটামাত্র বিষয়ই আমি ভয় পাই, সেটা হল মৃত্যু। ২০১৪ সালের বিশ্বকাপের পর থেকে আমরা একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একদিকে বছরের পর বছর পরিশ্রমে আসা সাফল্যের জন্য জার্মানির প্রশংসা করবো, অন্যদিকে ব্রাজিলে চাইবো সবকিছু রাতারাতি হয়ে যাবে- এটা তো হয় না।”

     

    আপাতত ঘরের মাঠের অলিম্পিকেই মনোযোগ দিতে চান দুঙ্গা। তবে সে সুযোগ তিনি পেলেই হয়!