'দায়টা শুধু দুঙ্গার নয়'

তিন দশক পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলজুড়ে তো বটেই, গোটা দুনিয়ার সেলেকাওভক্তরা ক্ষোভ ঝাড়ছেন এমন লজ্জাজনক ব্যর্থতায়। আর সব রাগ-ক্ষোভের কেন্দ্র যেন হয়ে গেছেন কোচ কার্লোস দুঙ্গা। তবে দলটির অন্যতম সিনিয়র সদস্য, রাইট ব্যাক দানি আলভেজ বলছেন, এককভাবে দুঙ্গাকে দোষারোপ করার কিছু নেই। এহেন ব্যর্থতার দায় দলের সাথে সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে।
দোষারোপের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছেন আলভেজ, “এখানে কাউকে বলির পাঠা বানিয়ে লাভ নেই। এই অবস্থায় এভাবে একে অপরকে দোষারোপ করাটা মস্ত বড় ভুল হবে। এরচেয়ে বরং সবাইকে যার যার দায়টুকু স্বীকার করে নেয়া উচিৎ।”
৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার মনে করেন, ব্রাজিলীয় ফুটবলকে জেগে উঠতে হলে সবকিছু ঢেলে সাজানো প্রয়োজন, “প্রতিটা ব্যাপারে নতুন করে ভাবতে হবে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। সেটা করার মানসিকতা থাকলেই কেবল সাফল্য আনা সম্ভব।”