• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    বরখাস্ত হয়েছেন দুঙ্গা

    বরখাস্ত হয়েছেন দুঙ্গা    

    কোপা আমেরিকার ব্যর্থতার পরেই "দুঙ্গা হটাও" স্লোগানটা বেশি করে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে, ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার খেসারত দিতে হয়েছে দুঙ্গাকে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, "দুই পক্ষের সমঝোতার" ভিত্তিতে দুঙ্গা বিদায় নিয়েছেন। ব্রাজিলের নতুন কোচ হিসেবে করিন্থিয়ানসের ম্যানেজার টিটের নামটাই শোনা যাচ্ছে বেশি। 

    প্রথম দফায় দায়িত্ব পেয়েছিলেন ২০০৬ সালে। সেবার চার বছর ছিলেন ব্রাজিলের কোচ। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার মূল্য দিতে গিয়ে বরখাস্ত হয়েছিলেন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের ওই লজ্জার পর চাকরি হারান লুইস ফেলিপে স্কলারি। আবার ডাগআউটে আসেন দুঙ্গা। শুরুটা খারাপ করেননি, দ্বিতীয় দফায় প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিলেন। কিন্তু গত কোপায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর আবার সমালোচনা শুরু হয়ে যায়।

    দুঙ্গার ব্রাজিল মন ভরাতে পারছে না, এমন অভিযোগও জোরেশোরেই শোনা যেতে থাকে। এই কোপায়ও ব্রাজিল মাঠের খেলা কিংবা ফলাফল, কোনোটিতেই ভালো কিছু করতে পারেনি। পেরু, হাইতি, ইকুয়েডরের গ্রুপে থেকেও তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরেই আবার শুরু হয়ে যায় সমালোচনা। শেষ পর্যন্ত চাকুরিই হারাতে হয়েছে দুঙ্গাকে।