• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    বলিভিয়াকে ব্যঙ্গ করেছেন মেসি!

    বলিভিয়াকে ব্যঙ্গ করেছেন মেসি!    

    যতক্ষণে মাঠে নেমেছিলেন, তাঁর দল এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে। ‘ক্যামিও’ উপস্থিতিতে কোনো গোল আদায় করতে না পারলেও পায়ের ক্যারিশমা দেখানো থেকে মেসিকে বিরত রাখা যায় নি। বলিভিয়ার গোলরক্ষককে ‘নাটমেগ’-এ জব্দ করার ভিডিও ‘ভাইরাল’ হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে ওসব দর্শকের চোখকে যতোই তৃপ্তি দিক, প্রতিপক্ষের জন্য মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা নয়। বলিভিয়ান মিডফিল্ডার জাশমানি ক্যাম্পোস তো বলেই দিচ্ছেন, তাঁদের দলকে উপহাস করতেই মাঠে নেমেছিলেন মেসি। একবার ট্যাকল করার পর আর্জেন্টাইন প্লে মেকার তাঁকে ‘অকথ্য’ ভাষায় গাল দিয়েছেন বলেও অভিযোগ ক্যাম্পোসের।

     

     

    ম্যাচের পর গোল ডটকমের সাথে আলাপচারিতায় মেসির উপর যথেষ্টই ক্ষুব্ধ মনে হল ক্যাম্পোসকে, “সে তো আমাদের নিয়ে মজা করতে এসেছিল। সে যা করেছে সেটা তাঁর মানের একজনের খেলোয়াড়ের করা উচিৎ নয়। একেবারেই অপ্রয়োজনীয় কিছু কাজ করে সে আমার সতীর্থদের উপহাস করেছে।”

     

    ম্যাচের এক পর্যায়ে মেসির সাথে তাঁকে বাক্য বিনিময় করতে দেখা গেলেও সে কথোপকথন বর্ণনার যোগ্য নয় বলে বলছেন ক্যাম্পোস, “খুব দ্রুত ঘটে গিয়েছিল ব্যাপারটা। আমি তাঁকে ট্যাকল করলাম, সে আমার সাথে লেগে গেলো। এরপর এমন কিছু একটা বললো যেটা আমার ভালো লাগে নি। যা বলেছে সেটা মুখে আনা সম্ভব নয়, ওসব নোংরা কথা।”

     

    মেসিকে ছেড়ে কথা না বলার জন্য সতীর্থদের বাহবা পেয়েছেন বলেও জানাচ্ছেন ক্যাম্পোস। তবে ব্যাপারটা এখানেই ভুলে যেতে চান তিনি, “মেসি বিশ্বসেরা খেলোয়াড়, আর্জেন্টিনাও অসাধারণ দল। আশা করি তাঁরা এবার সত্যিই ভালো কিছু করবে।”