টাইব্রেকারে স্বস্তি কলম্বিয়ার

নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র, ম্যাচের নিষ্পত্তি হলো ট্রাইব্রেকারে। কোপা আমেরিকার সেন্টেনারিওতে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগ করলো নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আশি হাজার দর্শক। ট্রাইব্রেকারে রদ্রিগেজের কলম্বিয়া ৪-২ ব্যবধানে হারিয়েছে পেরুকে। এই জয়ে লস ক্যাফেটেরসরা উঠে গেল সেমিফাইনালে। অন্যদিকে বিতর্কিত গোলে ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়া পেরুর কোপা মিশন শেষ হলো কোয়ার্টারেই।
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ম্যাচ জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক ডেভিড ওস্পিনা। ট্রাইব্রেকারে দুর্দান্ত সেভ ছাড়াও নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে ক্রিশ্চিয়ান রামোসের হেড ক্লিয়ার না করতে পারলে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হতে পারতো কোয়াদ্রাদো-রদ্রিগেজদের। পেনাল্টি শুটআউটের প্রথম দুই শটে পেরু ও কলম্বিয়া সমানতালে এগিয়ে চললেও তিন নম্বর শটে ব্যবধানটা গড়ে দেন ডেভিড ওস্পিনা। মিগুয়েল ট্রকোর শট বাঁ দিকে ঝাপ দিলেও ডান পায়ে ফিরিয়ে দেন এই কলম্বিয়ান গোলকিপার। এরপর চতুর্থ শট বারপোস্টের উপর দিয়ে মেরে পেরুর শেষ সম্ভাবনাটুকু উড়িয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ান কুয়েভা।
নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারলেও পুরো ম্যাচে দাপটের সাথে খেলেছে কলম্বিয়াই। বাইশ মিনিটের মাথায় কলম্বিয়ান অধিনায়কের শট ইঞ্চি ব্যবধানে বারপোস্ট ঘেঁষে চলে না গেলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লস ক্যাফেটেরসদের।তবে দ্বিতীয়ার্ধে তেমন কোন জোরালো আক্রমণ দেখা যায় নি কোন দলের কাছে থেকেই। মরেনো-কোয়াদ্রাদো-রদ্রিগেজদের একের পর এক আক্রমণ গিয়ে থেমেছে পেরুর ডিফেন্স প্রাচীরের সামনে। অন্যদিকে পুরো ম্যাচে পেরুর সামনে মাত্র একবারই পরীক্ষার সম্মুখে পড়েন কলম্বিয়ান গোলরক্ষক ওস্পিনা; দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে!
ম্যাচের নির্ধারিত সময়ে উল্লেখ্যযোগ্য পারফর্ম করতে না পারলেও কলম্বিয়ার আক্রমণের সেনারা ট্রাইব্রেকারে ঠিকই কাজের কাজটি করে দিয়েছেন। টানা চার পেনাল্টির সব গুলোতেই ধারাবাহিকভাবে গোল করেছেন রদ্রিগেজ, কোয়াদ্রাদো, মরেনো এবং সেবাস্তিয়ান পেরেজ। সেমিফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয় নি। চিলি এবং মেক্সিকোর মধ্যকার ম্যাচে জয়ী দলই হবে রদ্রিগেজদের প্রতিপক্ষ।