মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা!

মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর হুয়ান কার্লোস ওসোরিওর দল গত এগার ম্যাচের একটিতেও হারেন নি; মেক্সিকো পরাজয় দেখেনি টানা বাইশ ম্যাচ ধরে। অবশেষে পরাজয়ের মুখ দেখলো এল তিরি-রা, তাও আবার নিজেদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার! সান্তা ক্লারায় কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে চিলির কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হলো উত্তর আমেরিকার দলটি।
চিলির সাত গোলের চারটিই দিয়েছেন এডুয়ার্ডো ভারগাস, দুইবার বল জালে জড়িয়েছেন এডসন পুচ এবং একটি গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় লা রোজারা। চিলিয়ান স্ট্রাইকার মার্সেলো ডায়াজের শট মেক্সিকান গোলকিপার ওচোয়া ফিরিয়ে দিলেও এডসন পুচের ফিরতি শট ঠিকই জালের দেখা পায়। খেলার ৩৭ মিনিটের সময় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি; তবে অফসাইডের ফাঁদে পড়ে যান ভারগাস। অবশ্য দ্বিতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ সময় লাগে নি চিলির। হাফ টাইমের এক মিনিট আগে জুয়ান বুসেজুরের ক্রসে এইবার কোন ভুল করেন নি ভারগাস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো ভয়ানক হয়ে উঠে চিলিয়ানরা। হাফ টাইমের চার মিনিটের মাথায় ভিদালের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-০ করেন অ্যালেক্সিস সানচেজ। এরপর ৫২, ৫৭ এবং ৭৪ মিনিটে চলে ভারগাস ঝড়; আর তাতেই লন্ডভন্ড মেক্সিকান ডিফেন্স। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক বাকি থাকতে মেক্সিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এডসন পুচ।
সান্তা ক্লারায় আজকের রাতটি ইতিহাস হয়ে রইলো দুই দলের জন্যই; ভিন্ন ভিন্ন কারণে। মেক্সিকান কোচ ওসোরিওর কৌশল নিয়ে থেকে গেল নানা প্রশ্ন। কারণ, দ্বিতীয়ার্ধে তাঁর নতুন ফর্মেশন এবং বদলি খেলোয়াড় নামানোর ভুলেই পরাজয়ের ব্যবধানটা বড় হয়েছে বলেই মনে করছেন অনেকেই। অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারার পর এমন জয়ে লা রোজারা জানিয়ে দিল, শিরোপা ধরে রাখতে ছাড় দিবে না একটুও!