মেসিকেই লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র, মানলেন মার্টিনো

পরপর তিন বছরের তিনটি বড় টুর্নামেন্ট, আগের দুটোয় ফিরতে হয়েছে ফাইনাল থেকে। চলতি কোপা আমেরিকাতেও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটতে কাল (বাংলাদেশ সময় সকাল ৭টা) মাঠে নামছে লিওনেল মেসির দল। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যখন ‘স্বাগতিক’, একটু বাড়তি চাপ কি অনুভব করছে আলবিসেলেস্তেরা? আর্জেন্টিনার কোচ টাটা মার্টিনো অন্তত সেটা স্বীকার করছেন না। আর প্রতিপক্ষ যদি ‘মেসি ঠেকাও’ নীতি অবলম্বন করে? তাতেও কোনো সমস্যা দেখছেন না মার্টিনো, বরং বলছেন এমনটা হওয়াই তো ‘স্বাভাবিক’!
যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের অনেকটা মনোযোগই মেসিকে কেন্দ্র করে থাকবে- সেটা মেনেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা বস, “মেসিকে ঘিরে মনোযোগ কিভাবে পাশ কাটাতে হয় সে কৌশল আমাদের জানা আছে। বিশ্বের সেরা ফুটবলারটিকে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা বিশ্বের যে কোনো প্রতিপক্ষ কোচই করবে, এটাই যৌক্তিক। হ্যাঁ, সেটা কাজ করলে অবশ্যই ভিন্ন কথা।”
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ডান উইং ধরে খেলেছেন মেসি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও কি তেমন কিছুই দেখা যাবে? কোচ বলছেন সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর, “ভেনেজুয়েলা মাঝের জায়গাটায় ভালো খেলছিল। আমরা তাই লিওকে ডানে সরিয়ে দিয়েছিলাম, ওদিক দিয়ে সে বলও অনেক বেশী পেয়েছে। আগামীকালের ম্যাচেও সেটাই হতে পারে, নাও হতে পারে, নির্ভর করবে আমরা কিভাবে খেলছি সেটার উপর।”
স্বাগতিক দলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ, গ্যালারির উত্তাপও সহ্য করার একটা ব্যাপার থাকে। ও নিয়ে কোনো দুশ্চিন্তা? মার্টিনোর ভরসা হাউসটনের বিশাল মেক্সিকান কম্যুনিটি, “আশা করছি মেক্সিকান সমর্থকরা আমাদেরকে ঘরের মাঠের স্বাদই দেবে।”