• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    মেসি চমকে ফাইনালে আর্জেন্টিনা

    মেসি চমকে ফাইনালে আর্জেন্টিনা    

    লিওনেল মেসিকে আটকাতে আলাদা কৌশল নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক দল! বিশ্বের নামী-দামী দলও যেখানে হিমশিম খায় তাঁকে আটকাতে, সে তুলনায় যুক্তরাষ্ট্র তো পুঁচকেই। আর্জেন্টিনার সাথে যুক্তরাষ্ট্রের ব্যবধান যেন আরেকবার নতুন করে বুঝিয়ে দিল কোপা আমেরিকা সেন্টানারিওর প্রথম সেমিফাইনাল। হিউস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গত তিন বছরে তৃতীয়বারের মতো আরও একটি টুর্নামেন্টের ফাইনালের টিকেট কাটল আর্জেন্টিনা। আর, দলের চেয়ে বরং এক মেসির কাছেই আসলে হেরে গেল যুক্তরাষ্ট্র।

    মঞ্চ সাজানোই ছিলো আর্জেন্টাইন অধিনায়কের জন্য। আগের ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন। পরের ম্যাচেই রেকর্ডটা নিজের করে নিলেন 'লিটল ম্যাজেশিয়ান'। ম্যাচের ৩২ মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি-কিকে অনেকদিন মনে রাখার মতো গোল করেই আর্জেন্টিনার হয়ে নিজের গোলের ট্যালিটা নিয়ে গেলেন ৫৫-তে।
     


    ম্যাচে একটি মাত্র গোল পেলেও, পুরো ম্যাচটাই ছিল আসলে মেসিময়। ম্যাচের মাত্র তিন মিনিটেই মেসির চিপ করা বলে মাথা ছুঁয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাভেজ্জি। হিগুয়েইনের করা দুই গোলের শেষটিরও অ্যাসিস্টও এসেছে মেসির পা থেকেই।

    এমন আক্রমণাত্মক আর্জেন্টিনার কাছে আসলে পাত্তাই পায়নি ক্লিন্সম্যানের যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচে তেমন কোনো বেগ পেতে হয়নি আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোকেও। যুক্তরাষ্ট্রের চেয়ে বরং আর্জেন্টিনাকে বেশি ভুগিয়েছে বিজ্ঞাপন বোর্ড! ম্যাচের শেষ দিকে বল রিসিভ করতে গিয়ে লাভেজ্জি সাইডলাইনের বিজ্ঞাপন বোর্ডের সাথে ধাক্কা খেয়ে বেকায়দাভাবে পড়ে গিয়ে ব্যথা পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
     


    ২০১৪ সালের বিশ্বকাপ আর ২০১৫ কোপা আমেরিকার পর আরও একটি ফাইনালের সামনে মেসির আর্জেন্টিনা। গত দু’বারের চেয়ে এবার যেন আরেকটু দাপট দেখিয়েই শিরোপার দিকে এগুচ্ছে লা আলবিসেলেস্তেরা। এবারের কোপায় ৫ ম্যাচে এখন পর্যন্ত আর্জেন্টিনার গোল সংখ্যা ১৮! বিপরীতে তারা গোল হজম করেছে মাত্র দু’টি।

    আগামীকাল শিকাগোতে চিলি-কলম্বিয়া ম্যাচের জয়ীর সাথে ২৭ জুনের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আরও একবার শিরোপার খুব কাছে গিয়েও বিদায়? নাকি অবশেষে দেশের হয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন মেসি? শতবর্ষী কোপা আমেরিকা আয়োজনে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেন এটিই!