ফাইনালে খেলছেন ডি মারিয়া?

২০১৪ বিশ্বকাপে খেলা হয়নি কোয়ার্টার ফাইনালের পর। পরের বছর কোপা আমেরিকার ফাইনালেও ম্যাচের আধ ঘন্টা না পেরোতেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে হয়েছিল ডি মারিয়াকে। গত তিন বছরে তৃতীয়বারের মতো আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের পরই আর দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। এক সময় ধারণা করা হয়েছিল ইনজুরির কারনে হয়ত এবারের কোপা আমেরিকাই শেষ হয়ে গেছে ডি মারিয়ার!
গতকালই যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যাওয়ার পর আর্জেন্টাইন সমর্থকদের আরও একটি সুসংবাদ দিলেন কোচ টাটা মার্টিনো। ফাইনাল খেলতে নাকি প্রস্তুত ডি মারিয়া! সেমিফাইনালেও খেলতে পারতেন, তবে ঝুঁকি নিতে চাননি বলেই কোচের সিদ্ধান্তে মাঠে নামেননি তিনি। এমনটিই জানালেন টাটা। ফিটনেস টেস্টেও নাকি উতরে গেছেন পিএসজির এই উইঙ্গার। কিন্তু কালই আবার দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। পুরনো চোটের জন্য অনুশীলন শেষ না করেই নাকি মাঠ থেকে উঠে গেছেন ডি মারিয়া। ফাইনাল খেলাও নাকি এখন অনিশ্চিত।
“শারীরিক দিক থেকে ডি মারিয়ার অবস্থা, গাইতানের চেয়েও ভালো। সে (ডি মারিয়া) আসলে সেমিফাইনালের ম্যাচের জন্যও প্রস্তুত ছিল।“।
গত দুই ফাইনালে নিজেকে মেলে ধরতে না পারলেও আর্জেন্টিনার হয়ে ডী মারিয়ার ‘ফাইনালের’ রেকর্ড কিন্তু মনে রাখার মতোই। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ফাইনালে তার গোলেই স্বর্ণ পদক জিতেছিল মেসির আর্জেন্টিনা। এছাড়াও ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালেও ডি মারিয়াই পেয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। বড় ম্যাচের বড় খেলোয়াড়কে তো দলে নেয়ার সর্বাত্মক চেষ্টা চালাবেনই টাটা মার্টিনো!
ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। যাদের কাছে হেরে গতবার কোপা আমেরিকার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল মেসি-ডি মারিয়াদের। এবারের কোপায় এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৮ গোল করা আর্জেন্টিনাই ফাইনালের ফেভারিট। তবে টাটা মার্টিনো মনে করছেন চিলির এক বিশেষ গুনের কারনেই আরও এক শিরোপা হাতছাড়া হতে পারে তার দলের।
“চিলি তার প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে, এই কাজটা তারা আমাদের চেয়ে ভালো পারে। ওদেরমতো দলের সংখ্যা আসলে খুবই কম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেভাবে খেলেছি গত দুই ফাইনালে জার্মানি ও চিলির সাথে আমরা তেমন খেলতে পারিনি।”- বলছিলেন টাটা মার্টিনো। আর্জেন্টিনার কোচের গলায় শঙ্কা থাকলেও ফাইনাল জয়ের সূত্রটা অবশ্য বাতলে দিচ্ছেন নিজেই। আগের দু’বারের চেয়ে নাকি এবারের দলটা আরও বেশি পরিপক্ক, অভয় দিলেন অমন ভুল করবে না তার দল!