ফেডারেশনের 'গাফিলতি'তে বিরক্ত মেসি

সেমিফাইনাল ম্যাচ খেলতে ম্যাসাচুটেস থেকে হাউসটন যাবার পথে ‘ফ্লাইট’ বিলম্বিত হয়েছিল। একই ঘটনা ফাইনাল ম্যাচের জন্য নিউজার্সির উদ্দেশ্যে উড়াল দেবার সময়ও। পরপর দু’ দফায় এমন কাণ্ডে নিজ দেশের ফুটবল ফেডারেশনের (এএফএ) উপর বেশ বিরক্ত আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে বিরক্তিটুকু প্রকাশ করতেও ছাড়েন নি।
বৃহস্পতিবার নিউজার্সিতে বিমান থেকে নেমেই ইন্সটাগ্রামে ‘পোস্ট’ মেসির, “আরও একবার বিমানে বসে গন্তব্যের জন্য অপেক্ষা। এএফএ’র কী যা-তা অবস্থা। হায় ঈশ্বর!”
মেসির ওই মন্তব্যের পর বিষয়টির ব্যাখ্যা দেয়া হয় এএফএ’র তরফে, জানানো হয় যে প্রতিকূল আবহাওয়ার জন্যই ফ্লাইট বিপর্যয়। সঙ্গে এ-ও জানানো হয় যে, ফ্লাইটসূচির পুরোটাই কোপা আমেরিকার আয়োজকদের করা, তাঁদের নয়।