• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    'মেসি আসলে দুর্ভাগাই'

    'মেসি আসলে দুর্ভাগাই'    

    টানা তিনটি ফাইনাল হারের হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক কিংবদন্তী ফুটবলার পর্যন্ত ফিরে আসার আকুতি জানিয়েছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে আর্জেন্টিনার লাখো মানুষ। কিন্তু লিওনেল মেসি মত বদলাচ্ছেন- এমন আরাধ্য কিছু শোনা যায় নি এখনও। কতোটা কষ্ট পেলে এতো এতো মিনতির পরও মেসির মান ভাঙছে না সেটা অনুভব করতে পারছেন হারনান ক্রেসপো। আর্জেন্টিনা জাতীয় দলের এই সাবেক বলছেন, মেসির আসলে কপালটাই খারাপ।

     

     

    এসব পরাজয়ে মেসিকে কাঠগড়ায় তোলারও কোনো সুযোগ নেই বলে মনে করেন ক্রেসপো, “জাতীয় দলকে আমরা সবাই জিততে দেখতে চাই। কিন্তু সেটা না হলে মেসিকে গালমন্দ করারও কোনো কারণ দেখি না। এটা ঠিক না। সে খুবই ভালো খেলেছে, জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাও সে। অবশ্যই বিশ্বেও সবার সেরা। যেটা হয়েছে সেটা তাঁর জন্য দুর্ভাগ্যজনক।”

     

    এভাবে বারবার ফাইনাল থেকে শূন্য হাতে ফেরায় হতাশ ক্রেসপো নিজেও, “২৩ বছর ধরে কোনো বড় শিরোপা নেই। যদিও ২০০৪ আর ২০০৮-এ অলিম্পিক জিতেছি, একই সময়ে আমরা অনেকগুলো ফাইনাল হেরেও গেছি।”

     

    তবে তাঁর উত্তরসূরিরা সঠিক পথেই আছে- এমন মন্তব্য করে আর্জেন্টিনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আশা করছেন তাঁদের অপেক্ষার প্রহর ফুরোল বলে, “এই দলটা দারুণ। তিনটা বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা তো আর মুখের কথা নয়। এভাবেই একদিন হয়ে যাবে। আমার তো মনে হয় পরবর্তী সুযোগেই আমরা জিতে যেতে পারি।”