• রিও ২০১৬
  • " />

     

    দুই হাজার বছরের রেকর্ড ছুঁয়েছেন ফেলপস !

    দুই হাজার বছরের রেকর্ড ছুঁয়েছেন ফেলপস !    

    অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা, ব্যক্তিগত সবচেয়ে বেশি সোনা এসব কীর্তি পেরিয়ে গেছেন অনেক আগেই। সর্বকালের সেরা অলিম্পিয়ান এখন মাইকেল ফেলপসকে বলে ফেলাই যায়। এই অলিম্পিকেই যেমন সোনা জিতে ভেঙে ফেলেছেন ৯৬ বছরের পুরনো একটা রেকর্ড। ফেলপসের বয়স এখন ৩১, তাঁর চেয়ে বেশি বয়সে অলিম্পিকের সাঁতারে ব্যক্তিগত সোনা জিতেছিলেন ডিউক কাহানামুকো, সেই ১৯২০ সালে। কিন্তু ২১৬৮ বছরের পুরনো একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ফেলপস! অবিশ্বাস্য শোনালেও কিন্তু সেটিই সত্যি!

     

    অলিম্পিকের ইতিহাস কিন্তু আজকের নয়। সেই খ্রিস্টের জন্মের আগের থেকে এথেন্সে হয়ে আসছে অলিম্পিক। খ্রিস্টপূর্ব ১৬৮ সালে সে সময়ে অবিশ্বাস্য এক কীর্তির জন্ম দিয়েছিলেন লিওনিদাস। পর পর চারটি অলিম্পিকে তিনটি করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন। ওই সময় তো আজকের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এত সব ইভেন্ট ছিল না। লিওনিদাসের মূল পরিচয় ছিল দৌড়বিদ। তখন দৌড়ের নামও ছিল অন্যরকম। স্তাদিওনকে বলা হতো আজকের দিনের স্বল্প পাল্লার দৌড়। ডায়ালস ছিল দীর্ঘ পাল্লার দৌড়। হপলিটোড্রোমাসে দৌড়াতে হতো বর্ম পড়ে, সেটা অবশ্য এই আধুনিক যুগে আর নেই। এই তিনটি ইভেন্টেরই অধীশ্বর ছিলেন লিওনিদাস। জিতেছিলেন টানা চারটি সোনা। এতোদিন কোনো প্রতিযোগীর এককভাবে এই ১২টি সোনা রেকর্ড হয়ে ছিল। এবার ফেলপস ছুঁয়ে ফেললেন সেই কীর্তি। ১০০ মিটার বাটারফ্লাইতে জিতলে ২১৬৮ বছরের সেই রেকর্ডও ভেঙে যাবে।