• রিও অলিম্পিক ২০১৬
  • " />

     

    ত্রমজ কন্যার ইতিহাস

    ত্রমজ কন্যার ইতিহাস    

    একই পরিবারের সদস্যদের একসাথে অলিম্পিক খেলার ইতিহাস পুরনো। জমজদের অংশগ্রহণের ইতিহাস তো আছেই, আছে সোনা জেতার ইতিহাসও। তবে অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে যেটা ছিল না, সেটাই এবার ঘটাতে যাচ্ছেন এস্টোনিয়ার ৩ বোন। ত্রমজদের একসাথে অলিম্পিক খেলার ঘটনা এটাই প্রথম বলে বলা হচ্ছে। চলমান রিও অলিম্পিকে আগামীকাল মেয়েদের ম্যারাথনে মাঠে নামবেন ৩০ বছর বয়সী ৩ জমজ।

     

     

    লিলা, লিনা আর লিলি নামের এই ৩ বোন দূরপাল্লার দৌড়ে আগ্রহী হয়ে ওঠেন বছর ছয়েক আগে। দু’ বছরের মতো দৌড়নোর পর যখন মনে হল সামর্থ্যের দৌড়টা তাঁদের মন্দ নয়, ব্যাপারটা প্রতিযোগিতামূলক পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাটা মাথায় আসে তখনই।

     

    পদক জেতার স্বপ্নটা এখনই দেখছেন না তাঁরা, “জিততে পারলে তো দারুণ ব্যাপারই হয়ে যেতো। স্বপ্ন তো থাকেই, তবে বাস্তবতাও তো মানতে হবে।” কেনিয়ার প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে পেরে ওঠাটা ভীষণ কঠিন বলেই মানছেন তাঁরা। তবে অদূর ভবিষ্যতে ‘অঘটন’ ঘটিয়ে দেয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আপাতত রিওতে তাঁদের লক্ষ্য, যার যার সেরাটুকু ছাপিয়ে যাওয়া।

     

    মেয়েদের ম্যারাথন ফাইনাল দেখতে টিভি পর্দায় চোখ রাখুন আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।