• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    তিন সপ্তাহ বাইরে তামিম

    তিন সপ্তাহ বাইরে তামিম    

    সামনেই ইংল্যান্ডের সাথে সিরিজ। এরই মাঝে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে আফগানিস্তানও। তবে বাংলাদেশ দল এর মধ্যেই ছোট্ট একটা ধাক্কা খেয়েছে । গত শনিবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় বাম হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছেন ওপেনার তামিম ইকবাল।

    অনুশীলনে ক্যাচ প্র্যাকটিস করার সময়ে বুড়ো আঙ্গুলে চোট পান এই বাঁহাতি ব্যাটসম্যান। গতকাল এক্সরে করে জানা যায় প্রায় ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী জানান, “ক্যাচ প্র্যাকটিসের সময় তাঁর আঙ্গুলে চিড় ধরেছে। তবে আশার কথা হচ্ছে এটি অন্য জায়গায় ছড়িয়ে যায় নি, ২-৩ সপ্তাহের মাঝেই ঠিক হয়ে যাবে।”

    তবে ইংল্যান্ড সিরিজে তামিমের ফিরে আসার ব্যাপারে আশাবাদী দেবাশীষ, “তামিমকে সাথে সাথেই পুনর্বাসনে পাঠানো হচ্ছে। ওই হাতের কোন কাজই সে করবে না এই কয়দিন। আগামী ১৭ সেপ্টেম্বর পুনরায় তাঁকে চেকআপ করানো হবে। এরকম আঘাত ঠিক হতে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। তবে আমরা আশা করি খুব দ্রুতই ভাল হয়ে ব্যাটিং করবে সে।”

    আফগানিস্তানের সাথে ম্যাচগুলো খেলতে না পারলেও ইংল্যান্ড সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তামিম, এটাই সবার প্রত্যাশা।