বাংলাদেশ দলে মোসাদ্দেক, নেই তাসকিন
প্রিমিয়ার লিগে বছর আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। তার আগেই অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেছে মোসাদ্দেক হোসেন সৈকতের। এবার আফগানিস্তান সিরিজের জন্য দুই ম্যাচের ওয়ানডে দলেও ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রুবেল, শফিউল ও তাইজুলও। তবে অ্যাকশনের পরীক্ষা দিয়ে এখনো সবুজ সংকেত না পাওয়ায় এই দলে নেই তাসকিন আহমেদ।
১৩ জনের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার,মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন।