আজই দলে ফিরছেন তাসকিন?
ভক্তদের অপেক্ষার প্রহর হয়ত আজ দুপুরেই শেষ হচ্ছে। নিষেধাজ্ঞার খড়গটা উঠে গেছে এ মাসের ২৩ তারিখে, এখন শুধু মাঠে ফেরার অপেক্ষা। আজ আফগানিস্তানের সাথে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে আছেন, খুব সম্ভবত দেখা যেতে পারে মূল একাদশেও।
এই বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের পর তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। এরপর চেন্নাইয়ে পরীক্ষা দেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। দেশে ফিরে নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে থাকেন, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে। এরপর গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আবারো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যান। ২৩ সেপ্টেম্বর আইসিসি থেকে সবুজ সংকেত পান তাসকিন।
এর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক এবং সোহাগ গাজী। কিন্তু নিজেদের পুরনো ফর্মটা ধরে রাখতে পারেননি। তাসকিন কী পারবেন আগের রুপেই প্রত্যাবর্তন করতে?