দলে ফিরলেন তাসকিন, অপেক্ষায় মোসাদ্দেক
প্রায় ছয় মাস পর ঘরে ফিরেছে ক্রিকেট; শের-ই-বাংলায় দীর্ঘ ক্রিকেট বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মাশরাফি। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। অনুশীলন ম্যাচে ভালো খেললেও দল সুযোগ পাননি তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে ওয়ানডে অভিষেকের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে এই তরুণকে।
বাংলাদেশ দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ