নয় হাজার রান হলো তামিমের
বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন। এবার আরও একটি মাইলফলক পেরিয়ে গেলেন তামিম ইকবাল, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করলেন।
টেস্টে তিন হাজার রান পেরিয়েছিলেন গত বছরেই। টি-টোয়েন্টিতেও এক হাজারের বেশি রান হয়ে গেছে। তবে তামিম সবচেয়ে বেশি উজ্জ্বল ওয়ানডেতেই, চার হাজার রান পেরিয়ে গেছেন অনেক আগেই। সব মিলে মোট নয় হাজার রান করতে আজ দরকার ছিল ১৫ রান। দৌলত জাদরানের বলে চার মেরেই সহসেই কীর্তি গড়ে ফেললেন তামিম।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মোট রানে তামিমের কাছাকাছি আছেন শুধু সাকিব। তিন সংস্করণ মিলে তাঁর রান ৮৩২৪। ৭২৭৩ রান নিয়ে মুশফিক আছেন তিনে। ৬৬৫৪ রান নিয়ে মোহাম্মদ আশরাফুল আছেন চারে। পাঁচ হাজারের বেশি রান আছে আর শুধু হাবিবুল বাশারের।
তিন সংস্করণ মিলে তামিমের সেঞ্চুরিও সবচেয়ে বেশি, ১৪টি। তবে ফিফটির দিক দিয়ে তামিমের চেয়ে এগিয়ে আছেন সাকিব। তামিমের ফিফটি ৫৪টি, সাকিবের ফিফটি তার চেয়ে একটি বেশি।