• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    যেখানে সাকিবই প্রথম!

    যেখানে সাকিবই প্রথম!    

    টেস্ট ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট চিল তাঁরই। ওয়ানডেতে আব্দুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে ছিলেন ১ উইকেট। শাবির নুরিকে এলবিডাব্লিউ করে রাজ্জাককে ছুঁলেন।ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০৭টি উইকেট এখন সাকিব আল হাসানের।

     

    রেকর্ড গড়ার পথে আরেকটি অনন্য কীর্তিও হয়ে গেছে সাকিবের! টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক একই বোলার, সাকিবই বিশ্বক্রিকেটে প্রথম এমন ‘ট্রিপল’ এর অধিকারী!

     

    ওয়ানডেতে সাকিব-রাজ্জাকের পরই আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের প্রথম উইকেট নেয়ার পর মাশরাফির উইকেট এখন ২০৪টি। মাশরাফির পর আছেন মোহাম্মদ রফিক, সাবেক এই স্পিনারের উইকেট ১১৯টি।