• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    আরও উপরে সাকিব!

    আরও উপরে সাকিব!    

    শাবির নুরিকে আউট করে ছুঁয়েছিলেন আব্দুর রাজ্জাককে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়। এবার রাজ্জাককে টপকে গেলেন এই বাঁহাতি স্পিনার। উইকেটটাও পেলেন গুরুত্বপূর্ণ সময়ে। তাঁর উইকেটেই ভাংগলো রহমত শাহ ও হাসমতুল্লাহর ১৪৪ রানের জুটি! 

    টেস্ট ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ছিল তাঁরই। ওয়ানডেতে আব্দুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে ছিলেন ১ উইকেট। 

     

     

    রেকর্ড গড়ার পথে আরেকটি অনন্য কীর্তিও হয়ে গেছে সাকিবের! টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক একই বোলার, সাকিবই বিশ্বক্রিকেটে প্রথম এমন ‘ট্রিপল’ এর অধিকারী!

    ওয়ানডেতে সাকিব-রাজ্জাকের পরই আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ২০৫ উইকেট হাতে নিয়ে। মাশরাফির পর আছেন মোহাম্মদ রফিক, সাবেক এই স্পিনারের উইকেট ১১৯টি।