• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    সাব্বিরের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা

    সাব্বিরের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা    

    বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করে তখন অনেক দূর এগিয়ে গেছে আফগানিস্তান। ওই সময় আম্পায়ার শরফুদ্দিন বাংলাদেশের একটা এলবিডব্লুর আবেদন নাকচ করে দেন। সেটা নিয়ে পানিপানের বিরতির সময় মাঠেই নিজের ক্ষোভ জানিয়েছিলেন সাব্বির রহমান।আইসিসির কাছে সেটি অভব্য আচরণ মনে হওয়ায় লেভেল ওয়ান সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে বাংলাদেশের এই ব্যাটসম্যানকে।

     

    আফগানিস্তানের সঙ্গে ওই ম্যাচে মাঠে আম্পায়ার ছিলেন শরফুদ্দিন ও  চৌধুরী শামসুদ্দিন। ম্যাচ শেষে ওই ঘটনা ম্যাচ রেফারিকে লিখিতভাবে জানিয়ছেন শরফুদ্দিন। এর পরেই সাব্বিরকে জরিমানা করার ওই সিদ্ধান্ত এসেছে। এর সঙ্গে দুই পয়েন্টের একটা সতর্কবার্তাও পেয়েছেন। যার মানে এরকম কাজ যদি আবার পুনরাবৃত্তি করেন, তাহলে অন্তত এক ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা আছে।