• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

    সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ    

    অপেক্ষা করতে হয়েছিল ১২টি বছর। স্বপ্নের জয়টা আসে ২২ ম্যাচ পর। জয়যাত্রার  শুরু ১৯৯৮ সালে, মোহাম্মদ রফিক-আতাহার আলী খানের দুর্দান্ত এক ওপেনিং পার্টনারশিপের ভেলায় ভেসে কেনিয়াকে হারিয়ে দেয় টাইগাররা। এরপর কেটে গেছে অনেকটা সময়। কালের পরিক্রমায় জেতা হয়ে গেছে ৯৯ টি ম্যাচ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ এক নতুন দিগন্তে পা রাখার দ্বারপ্রান্তে বাংলাদেশ। আফগানদের সাথে আজকের ম্যাচটি জিতলেই ওয়ানডে জয়ের সেঞ্চুরিটা  হয়ে যাবে।

    প্রথম ম্যাচে গুলিটা কানের পাশ দিয়ে গিয়েছিল। আজকের ম্যাচে মাশরাফি নিশ্চয়ই সেরকম কিছু চাইবেন না। সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি শততম জয়ের মাইলফলকটাও স্পর্শ করতে চাইবেন ম্যাশ। গত ম্যাচে শহীদি-রহমত জুটি অনেকটাই বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ভক্ত অনুরাগীদের। এই দুই ব্যাটসম্যানসহ নাবি, স্টানিকজাইদের প্রতিহত করার ছকটা হয়ত তাসকিন, রুবেলদের ভালমতই বুঝিয়ে দিয়েছেন ওয়ালশ। সাথে সাকিব,তাইজুলরা তো আছেনই।

    রানে ফেরার অপেক্ষায় সৌম্য সরকার। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা এই বাঁহাতি ব্যাটসম্যান দলকে উড়ন্ত একটি সূচনা এনে দিতে চাইবেন। স্লগ ওভারে আরেকটু দ্রুতগতিতে রান তোলার প্রত্যাশা থাকবে সাব্বির-মুশফিকদের উপর।


    মঞ্চ প্রস্তুত। এখন শুধু অপেক্ষার পালা…