• ভারত-নিউজিল্যান্ড
  • " />

     

    এশিয়াতে টানা ১৬টি টেস্ট জিতেছে স্বাগতিকেরা!

    এশিয়াতে টানা ১৬টি টেস্ট জিতেছে স্বাগতিকেরা!    

    এশিয়াতে টস মানেই কি তাহলে স্বাগতিকদের জয়? আজ ইডেন গার্ডেনে টসের পর তো সেরকমই মনে হচ্ছে। ভারতের বিপক্ষে কেন উইলিয়ামসনের জায়গায় আজ অধিনায়কত্ব পেয়েছেন রস টেলর, তবে প্রথম টেস্টে উইলিয়ামসনের মতো টস ভাগ্য তাঁর পক্ষে ছিল না। কিন্তু শুনে চমকে যাবেন, এশিয়ায় গত ১৬টি টেস্টেই টসে জিতেছেন স্বাগতিক দলের অধিনায়ক!

     

    গত বছর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সিরিজ দিয়ে শুরু। ওই টেস্টে সবগুলো ম্যাচেই টসে জিতেছিলেন বিরাট কোহলি। এর পরআরব আমিরাতে ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান, এ বছর ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরেও জিতেছেন মিসবাহ, ম্যাথুসরা। এখানেই শেষ নয়, এই বছর অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরেও প্রতিবারই টসে জিতেছে স্বাগতিকেরা। সেই ধারা বজায় আছে নিউজিল্যান্ডের সফরেও, প্রথম দুই টেস্টেই টসে হেরে গেছে কিউইরা। পরিসংখ্যানের হিসেবে এ রকম কিছু হওয়ার সম্ভাবনা ১৬ হাজার ভাগের এক ভাগ! আর একটি ছাড়া সবকটি টেস্টেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়কেরা।

     

    সামনের মাসেই বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচের ফল যা-ই হক, মুশফিকুর রহিমের টসে জেতা কি এখনই নিশ্চিত হয়ে গেল?