• ভারত-নিউজিল্যান্ড
  • " />

     

    মুকুট হাতে নেওয়ার অপেক্ষায় ভারত

    মুকুট হাতে নেওয়ার অপেক্ষায় ভারত    

    ম্যাচটা জিতলেই পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজেদের দখলে চলে আসবে। এক নাম্বরে আবারো নিজেদের নামটা দেখার রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছেন ভারতের বোলাররা, নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানেই গুটিয়ে দিয়েছেন ভুবেনশ্বর কুমাররা। ব্যাটসম্যানরাও পিছিয়ে নেই, রোহিত শর্মার দারুণ এক ইনিংসে তৃতীয় দিনশেষে ৩৩৯ রানে এগিয়ে রয়েছে ভারত। দুই উইকেট হাতে রেখে ৩৩৯ রানে এগিয়ে চতুর্থ দিন শুরু করবে তারা। ম্যাচ বাঁচাতে হলে কিউই ব্যাটসম্যানদের দারুণ কিছুই করে দেখাতে হবে!

     

    ৭ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দলকে দুইশ রান স্পর্শ করতে সাহায্য করেন জিতান প্যাটেল, তার ৪৭ বলের ইনিংস দলের পক্ষে সর্বোচ্চ রান। অষ্টম উইকেটে প্যাটেলের সাথে ৬০ রান যোগ করেন ওয়াটলিং। ২০৪ রানে থামে তাদের ইনিংস।  ভুবেনশ্বর কুমার ৫টি এবং মোহাম্মদ শামি ৩ টি উইকেট নিয়েছেন।


    দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দলের হাল ধরেন কোহলি, অনেকদিন পর পুরনো রূপে দেখা গেছে তাকে। তবে তাঁর ইনিংসটি বেশিদূর যেতে পারেনি, ৪৫ রান করে বোল্টের বলে সাজঘরে ফেরেন। দলীয় ১০৬ রানে অশ্বিন ফিরে গেলে চাপে পড়ে ভারত। রোহিত শর্মা-ঋদ্ধিমান সাহা জুটি পরিস্থিতি সামাল দেন, তাদের ১০৩ রানের দারুণ এক জুটি দলকে বড় লিডের দিকে নিয়ে যায়। ৮২ রান করে সাজঘরে ফেরেন রোহিত। দিনশেষে ভারতের স্কোর দাড়ায় ৮ উইকেটে ২২৭ রান। ৩৯ রানে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা।