ব্যাট হাতেই জবাব দিলেন কোহলি
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ‘অভিষেক’ টেস্ট ম্যাচ ছিল আজ। প্রথম দিনের খেলা দেখতে তাই উপস্থিত ১৮ হাজারের মতো দর্শক, হাতে রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন। কোহলিরা হতাশ করেননি তাঁদের। বিরাট কোহলির ১৩ তম টেস্ট সেঞ্চুরির সুবাদে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনশেষে ভালো অবস্থানে আছে ভারত। ৩ উইকেটে তুলেছে ২৬৭ রান।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে কয়েক মাস আগে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। এর পর টানা ছয় ইনিংসে ফিফটি করতে পারেননি। অন্য কারও জন্য ব্যাপারটা হয়ত এমন কিছু নয়, কিন্তু কোহলি বলেই উঠে গিয়েছিল কথা। বলেছিলেন, রানখরা নিয়ে চিন্তিত নন। শেষ পর্যন্ত মুখেই জবাব দিলেন ভারত অধিনায়ক, সিরিজে পেয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি।
টসভাগ্য এবারও সঙ্গী হয়েছে ভারতীয় অধিনায়কের। ঘরের মাটিতে টানা ৭ বারের মতো টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। প্রায় ২ বছর পর দলে ফেরা গৌতম গম্ভীর মুরালি বিজয়কে সাথে নিয়ে শুরুটা ধীরেসুস্থেই করেন। কিন্তু পঞ্চম ওভারে জিতান প্যাটেলের বলে শর্ট লেগে ক্যাচ দেন বিজয়। টম লাথাম দারুণ এক ক্যাচ লুফে নিলে ১০ রানেই সাজঘরে ফেরেন বিজয়।
বোল্টের পরপর দুই বলে দুই ছক্কা মেরে গম্ভীর বুঝিয়ে দেন, এখনো ফুরিয়ে যাননি তিনি! কিন্তু বিতর্কিত এক সিদ্ধান্তে ২৯ রান করে সেই বোল্টের বলেই ফিরতে হয়। হতাশার ছাপ স্পষ্ট ছিল তাঁর চোখেমুখে। এরপর চেতশ্বর পূজারার সাথে লাঞ্চ বিরতি পর্যন্ত সময়টা কাটিয়ে দেন কোহলি। লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি পূজারা। স্যান্টনারের দারুণ এক বলে ৪১ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শেষ কয়েকটা ইনিংস খুব একটা ভালো যায়নি কোহলির। শুরুটা ভালো করলেও বেশিদূর এগোতে পারেননি। কিন্তু আজকে সেই পুরনো রুপেই দেখা গেছে তাঁকে। চোখ ধাঁধানো সব শট খেলে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি তুলে নেন, দিনশেষে অপরাজিত আছেন ১০৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন অজিঙ্কা রাহানেও, ৭৯ রানে অপরাজিত আছেন তিনি।