ঢাকায় এমন দুর্ভোগ সেই চেনচোর
কদিন আগেই এশিয়া কাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে দুই গোল করে ভুটানকে উল্লাসে মাতিয়েছেন তরুণ স্ট্রাইকার চেনচো। দুর্দান্ত খেলে নজর কেড়েছেন বাংলাদেশের সংবাদমাধ্যমেরও। তবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলতে ঢাকায় এসে বাজে অভিজ্ঞতাই হয়েছে কুড়ি বছরের তরুণের। ভিসা জটিলতার কারণে বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে পুরো নয় ঘণ্টা।
প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলবেন চেনচো। এজন্যই পরশু সকালে থিম্পু থেকে ঢাকায় এসে পৌঁছান। কিন্তু এসে পড়েন বিপাকে। ভিসা না নিয়ে বাংলাদেশে প্রবেশ করায় তাঁকে বিমানবন্দর ছাড়তে দিচ্ছিলেন না ইমিগ্রেশন কর্মকর্তারা। অবশেষে ঢাকাস্থ ভুটান দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যস্থতায় পাঁচ দিনের ভিসা পান চেনচো। ঢাকায় পৌঁছানোর নয় ঘণ্টা পর বিমানবন্দর ত্যাগের অনুমতি পান।
চেনচো জানিয়েছেন যোগাযোগ বিভ্রাটের কারণেই এমনটা ঘটেছে। তিনি ভেবেছিলেন বাংলাদেশে এসে ‘অন অ্যারাইভাল’ ভিসা করিয়ে নেবেন। কিন্তু সেটা না হওয়ার ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর ত্যগের অনুমতি দেয়নি।