'অভিশাপের' শিকার ওয়ার্নার!
ধারাভাষ্যকারদের সঙ্গে খেলোয়াড়দের ‘সখ্যাটা’ পুরনো। যেই না কারও প্রশংসার জন্য একটু মুখ খোলেন কোনো ধারাভাষ্যকার, অমনি হয়তো বদনসিব নেমে আসে খেলোয়াডের ওপর। এবার সেটাই ঘটলো ডেভিড ওয়ার্নারের ভাগ্যে।
আজ পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৯৭ রান নিয়ে ব্যাট করছিলেন ওয়ার্নার। খেলার ধারাভাষ্য দিচ্ছিলেন মার্ক নিকোলাস ও শেন ওয়ার্ন। কী এক কুক্ষণেই যেন ওয়ার্নার বন্দনায় মাততে ইচ্ছে করলো নিকোলাসের। ওয়ার্নকে শুনিয়ে বলে উঠলেন, “ওয়ার্নার কখনো নব্বইয়ের ঘরে আউট হয়নি।” আসন্ন ‘অভিশাপ’ আঁচ করতে পেরে ওয়ার্ন পাল্টা প্রশ্ন করেন নিকোলাসকে, “এইমাত্র কী যেন বললে মার্ক?”
একটা দেঁতো হাসি হেসে সাবেক ইংলিশ এই ক্রিকেটার জবাব দেন, “টেস্ট ক্রিকেটে ও কখনো নড়বড়ে নব্বইয়ের শিকার হয়নি।”
কী ঘটতে যাচ্ছে যেন বুঝতে পেরেছিলেন ওয়ার্ন। তাঁর গলা চিরে বেরিয়ে এলো একটা আর্তি, “ওহ, নো।”
পরের বলেই ডেল স্টেইনের করা অফ স্টাম্পের বাইরের একটা বলে ব্যাট ছুঁইয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন ওয়ার্নার। প্রথমবারের মতো আউট হন ‘নড়বড়ে নব্বইয়ে।’
নিকোলাসের ‘অভিশাপের’ পরই ধস নামে অস্ট্রেলীয় ব্যাটিং লাইন আপে। ১৫৮ রানে প্রথম উইকেট হারানো অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৪৪ রানে।