রানের পাহাড়ে চাপা পড়ছে অস্ট্রেলিয়া
স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ২৪২ ও ৩৯০/৬( ডুমিনি ১৪১, এলগার ১২৭; পিটার সিডল ৪৭/২)
অস্ট্রেলিয়া ২৪৪
প্রথম দিনশেষে কে ভেবেছিল ম্যাচের পরিস্থিতি এরকম দাঁড়াবে? দ্বিতীয় দিনে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়াবার পর এবার ব্যাটিংয়েও দৃঢ়তার পরিচয় দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার এবং জেপি ডুমিনির জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৮ রানের বিশাল লিড নিয়েছে তারা।
দুই উইকেটে ১০৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ডুমিনি এবং এলগার। অজি বোলারদের হতাশ করেছেন দুজনই। কোনোভাবেই যেন তাঁদের আউট করার উপায় খুঁজে পাছিলেন না স্টার্ক, সিডলরা। লাঞ্চের আগে দুজনই তুলে নেন ফিফটি।
লাঞ্চের পর অজিদের হতাশা বেড়ে যায় আরও কয়েকগুণ। উইকেট তো পড়ছিলই না, উল্টো ক্যাচ মিস করে বসেন স্টার্ক। এলগারের রান তখন ৮১, নাথান লায়নের বলে ডাউন দা উইকেটে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে দিক পাল্টাতে গিয়ে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি স্টার্ক। এই পার্থেই অভিষেকে ‘পেয়ার’ পেয়েছিলেন এলগার, সেখানেই তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ডুমিনিও কম যাননা, অজিদের নাস্তানাবুদ করে তুলে নেন সেঞ্চুরি। কাকতালীয়ই বটে, দুজনেরই এটি ক্যারিয়ারে পঞ্চম। চা বিরতির ঠিক আগে দিনের প্রথম উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া। সিডলের বলে নেভিলের হাতে ক্যাচ দেন ডুমিনি। আম্পায়ার আউট না দিলেও রিভিউতে দেখা যায় বল ব্যাট লেগেছিল। আলিম দার সিদ্ধান্ত পরিবর্তন করলে ১৪১ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
দিনের শেষ সেশনে গিয়ে কিছুটা হলেও ফিরে আসতে পেরেছে অজিরা। দ্বিতীয় নতুন বল নেয়ার পর ফাস্ট বোলাররা দারুণ গতিতে বল করেছেন, রিভার্স সুইংও পাচ্ছিলেন। এলগার, বাভুমা, ডু প্লেসিসকে ফিরিয়ে রানের বোঝাটা কিছুটা হলেও কমিয়েছে তাঁরা। দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৩৯০ রান করেছে আফ্রিকা। সিডল, হ্যাজলউড নিয়েছেন দুটি করে উইকেট। ডি কক ১৬ এবং ফিল্যান্ডার ২৩ রানে অপরাজিত আছেন।