• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
  • " />

     

    স্লেজিংয়েই উজ্জীবিত এলগার!

    স্লেজিংয়েই উজ্জীবিত এলগার!    

     

    সিরিজ শুরুর আগে থেকে এই স্লেজিং নিয়ে কম কথা হয়নি। ব্যাট-বলের লড়াইয়ের সাথে কথার লড়াইটাও সমানে সমানে হবে, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। অজিরা বিভিন্নভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনসংযোগ নষ্ট করতে পারেন, এ তো সবারই জানা। কিন্তু ডিন এলগারের ক্ষেত্রে ব্যাপারটি পুরোই উল্টো হয়েছে। দ্বিতীয় ইনিংসে ১২৭ করেছেন এই ওপেনার। পরে বলেছেন, অজিদের স্লেজিংই তাঁকে আরও বেশি উজ্জীবিত করেছে!

     

    চার বছর আগে পার্থের এই মাঠেই অভিষেকে ‘পেয়ার’ পেয়েছিলেন। এই টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১২ রানেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে তাই চাপটা অনেক বেশি ছিল এলগারের ওপর। আর চারপাশ থেকে স্লেজিং তো ছিলই, “আমার মনে হয় না অজিরা একটা বলও বাকি রেখেছে স্লেজিং করা থেকে। ওয়ার্নার এবং লায়ন তো পুরোদমে করছিল এসব। তাঁরা আমাকে মাঝে সাঝেই আগের কথা মনে করিয়ে দিচ্ছিল।”

     

    তবে এসব কথা তাঁকে আরও উজ্জীবিত করেছে বলেই জানান, “আসলে এসব আমাকে আরও বেশি উজ্জীবিত করেছে। তাঁদের কথা আমাকে দলকে আরও বেশি শক্তিশালী অবস্থানে নেয়ার জন্য ভাবতে সাহায্য করছিল।”

     

    ব্যাট করতে নেমে অভিষেকের সেই দুঃস্মৃতি তাঁকে তাড়া করে বেড়াচ্ছিল। রানে ফিরতে পেরে তাই স্বস্তিতেই আছে এলগার, “চার বছর ধরে এই মাঠের ওই স্মৃতি বয়ে বেড়াচ্ছিলাম। আমি নিশ্চিত এই মাঠে আমার সেই দুঃস্মৃতির কথা সবাই জানে।”