ক্লার্কের সমালোচনা, স্মিথের জবাব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক অধিনায়ক স্টিভ স্মিথের সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল অনেককেই। ৩৭ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও সারাদিন চার পেসারকে দিয়ে বল করিয়ে গেছেন স্মিথ। ব্যাপারটা পছন্দ হয়নি মাইকেল ক্লার্কের। ধারাভাষ্যকার বনে যাওয়া সাবেক এই অধিনায়ক বলেছেন স্পিনার নাথান লায়নকে দিয়ে আরো কিছু ওভার বল করাতে পারতেন স্মিথ। কিন্তু স্মিথ জানিয়েছেন রিভার্স সুইংয়ের কারণেই পেসারদের শরণ নিয়েছিলেন তিনি। মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়া অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যান জেপি ডুমিনি।
প্রথম ইনিংসে ১০ ওভার বল করে ৩৮ রানে দুই উইকেট পেয়েছিলেন অফ স্পিনার নাথান লায়ন। পার্থ টেস্টের তৃতীয় দিন যখন ডিন এলগার ও জ্যাঁ পল ডুমিনি ২৫০ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিলেন তখন কী না অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ নিয়ন্ত্রণ রাখলেন দলের চার পেসারের ওপর। সদ্য চোট থেকে ফেরা মিচেল স্টার্ক ও পিটার সিডলদের ওপর বেশি চাপ দেয়া নিয়ে মুখ খুলেছিলেন চ্যানেল নাইনের ধারাভাষ্যকার মাইকেল ক্লার্ক। সারাদিনে মাত্র ১২ ওভার বল করা নাথান লায়নকে নিয়ে বলেছিলেন, “আমি মনে করি সে দারুণ বল করছে। কিন্তু ওকে দিয়ে অনেক কম বল করানো হয়েছে।”
উষ্মা জানিয়ে ক্লার্ক বলেছেন, “ফাস্ট বোলাররা এই দিন অনেক বেশি বল করেছে। লায়ন প্রথম ইনিংসে দারুণ বল করেছে এবং কিছু উইকেটও নিয়েছে। দক্ষিণ আফ্রিকার স্পিন বোলিং দেখার পর আমি বিস্মিত যে ওকে দিয়ে কেন ২০/২৫ ওভার বল করানো হলো না।”
দিন শেষে পূর্বসূরীর কথার জবাব দিয়েছেন স্টিভ স্মিথ। বলেছেন পেসার নির্ভরতার কারণ কেবলই রিভার্স সুইং, “এই ম্যাচে দুই দলের জন্যই রিভার্স সুইং অনেক বড় ব্যাপার। ওয়াকায় সচরাচর এমন কিছু দেখা যায় না। আমার মনে হয় এবারই প্রথম ওয়াকায় রিভার্স সুইং হতে দেখছি।”
এই অবস্থায় নাথান লায়নকে বোলিং না দেয়ার কারণ ব্যাখা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, “রিভার্স সুইং খেলা খুব কঠিন। আপনি স্পিন বোলিং করাতে চাইবেন কিন্তু লায়ন যেভাবে বল ধরে তাতে বলের সেদিকটা নরম হয়ে যেতে পারে। ফলে রিভার্স সুইং আর নাও হতে পারে।”
গতকাল যে জ্যাঁ পল ডুমিনি ১৪১ রান করে অস্ট্রেলীয় বোলারদের ভুগিয়েছিলেন, সেই তিনিই সমর্থন করেছেন প্রতিপক্ষ অধিনায়ককে, “ওদের প্রেক্ষাপট থেকে এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।বল বেশ মুভ করছিল। সেজন্য আই নাথান লায়নকে প্রথম সেশনে আশাই করিনি।” তবে ডুমিনি জানিয়েছেন দিনের শেষভাগে লায়নকে বোলিংয়ে না আনায় তিনিও কিছুটা বিস্মিত হয়েছিলেন।