অপর্যাপ্ত প্রস্তুতির জন্যই হেরেছে অস্ট্রেলিয়া?
১৯৮৮ সালের পর আবারো ঘরের মাঠে গ্রীষ্মের শুরুটা হার দিয়ে শুরু হলো অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসের সেই বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও খুব একটা ভালো করতে পারেনি ব্যাটসম্যানরা। ঘরের মাঠে বরাবরই দারুণ পারফর্ম করা অজিদের এই অবস্থার কারণ কী তাহলে? সাবেক ব্যাটসম্যান মাইক হাসি বলছেন, অপর্যাপ্ত প্রস্তুতিই এই হারের জন্য দায়ী।
অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা সিরিজের আগে একটি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছে। ইনজুরি থেকে ফেরা মিচেল স্টার্ক তো মাত্র দুইদিন খেলেছেন নিজের রাজ্যের হয়ে। অপর্যাপ্ত প্রস্তুতিই অজিদের জন্য কাল হয়েছে বলে মনে করছেন হাসি, “আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অবস্থার জন্য প্রস্তুতিই অনেকটা দায়ী। একটা শেফিল্ড শিল্ড ম্যাচ কখনোই যথেষ্ট না। আমি নিজের ক্ষেত্রে অন্তত দুটি ম্যাচ চাইতাম, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে এরকম প্রথম শ্রেণির ক্রিকেট খেলা অনেক উপকারী।”
ক্রিকেট বোর্ডের এসব ব্যাপার নিয়ে নতুন করে ভাবা উচিত বলেই জানালেন ‘মিস্টার ক্রিকেট’, “ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত ভবিষ্যতে এসব নিয়ে ভাবা। ক্রিকেটাররা যেন আরও ভালো প্রস্তুতি নিয়ে নামতে পারে এই ব্যাপারে নিশ্চিত করা দরকার।”
প্রথম ম্যাচে হারের পর স্বভাবতই দলের মাঝে হতাশা কাজ করবে। তবে এসব ভুলে স্মিথদের সামনের টেস্টের দিকে মনযোগ দিতে বললেন হাসি, “আমি জানি এই ম্যাচে অনেক চাপ নিয়ে খেলতে নেমেছিল সবাই। তাই উচিত হবে এসব ভুলে নিয়ে হোবার্টের দিকে তাকানো। একই সাথে মিডিয়া এবং অন্যান্য নেতিবাচক ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে।”
আগামী ১১ নভেম্বর হোবার্টে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
.