ওয়ার্ন এবার অস্ট্রেলিয়ার কোচ?
নিজের খেলোয়াড়ি জীবনে জন বুকাননের সঙ্গে বেশ শীতল সম্পর্ক ছিল। অবসরের পরে শেন ওয়ার্ন এরকম কথাও বলেছিলেন, “জাতীয় দলে কোচের প্রয়োজন নেই।” সেই ওয়ার্নই হয়ত এবার অজিদের সম্ভাব্য টি-টোয়েন্টি কোচ হতে যাচ্ছেন!
আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে যাচ্ছে অস্ট্রেলিয়া টেস্ট দল। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ঠিক একদিন আগেই শেষ হচ্ছে শ্রীলংকার বিপক্ষে অজিদের টি-টোয়েন্টি সিরিজ। এটা স্পষ্ট, পুরোপুরি আলাদা দুই দল নির্বাচন করতে হবে নির্বাচকদের। ধারণা করা যাচ্ছে, টি-টোয়েন্টি দলে অনেক নতুন মুখ দেখা যেতে পারে। যেহেতু ড্যারেন লেম্যান ভারতেই থাকবেন, তাই টি-টোয়েন্টি দলের জন্য সাময়িক একজন কোচ খোঁজ করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, “আমরা কয়েকজনের সাথে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দায়িত্ব নেওয়ার ব্যাপারে কথা বলছি। কারণ আমাদের প্রধান কোচ ড্যারেন লেম্যান এবং সহকারি কোচ ডেভিড সেকার টেস্ট দলের সাথে ভারতে থাকবে। এখনো এই ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।”
ভবিষ্যৎ কোচের সংক্ষিপ্ত তালিকায় জেসন গিলেস্পি, রিকি পন্টিং এবং মাইক হাসির নাম শোনা গিয়েছিল। কিন্তু আজ ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, অস্ট্রেলিয়া দলের নির্বাহী সদস্য প্যাট হোয়ার্ডের কাছে কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ওয়ার্ন। যদিও ধারণা করা হচ্ছে কোচিংয়ে অভিজ্ঞ গিলেস্পিকে প্রধান কোচ করে ওয়ার্নকে সহকারী কোচ করা হবে। এর আগে গিলেস্পি বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকারসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলে সাবেক খেলোয়াড়দের পরামর্শক হিসেবে নিয়ে আসার চেষ্টা করছে বোর্ড। আগামী নিউজিল্যান্ড সিরিজের জন্য রায়ান হ্যারিস এবং ব্র্যাড হ্যাডিনকে নিয়োগ দেয়া হয়েছে।