• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
  • " />

     

    ৮৫ রানেই শেষ অস্ট্রেলিয়া

    ৮৫ রানেই শেষ অস্ট্রেলিয়া    

    গত বছরের ট্রেন্টব্রিজ যেন ফিরে এলো হোবার্টে। অস্ট্রেলিয়ার ব্যাটিং আরও একবার হুড়মুড় করে ভেঙে পড়ল তাসের ঘরের মতো। নিজেদের মাঠে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে এর চেয়ে রানে অস্ট্রেলিয়া কম রান করেছে মাত্র আটবার। সর্বশেষ ৮৫ রানের নিচে অলআউট হয়েছিল সেই ১৯৮৪ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 


    সকালের শুরুটাই স্বাগতিকদের জন্য হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের ষষ্ঠ বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। ভারনন ফিল্যান্ডারের সেটিই ছিল প্রথম উইকেট। পরের ওভারেই আউট জো বার্নস, এবার ঘাতক দলে ফেরা কাইল অ্যাবট। ৮ রানে ফিরে গেলেন উসমান খাজা ও অ্যাডাম ভোজেস, ১৭ রানে নেই অভিষিক্ত ক্যালাম ফার্গুসন। ১৭ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার জন্য বড় লজ্জা অপেক্ষা করছে বলেই মনে হচ্ছিল। 


    তবে অধিনায়ক স্টিভেন স্মিথ এরপর একটু হাল ধরেছিলেন। কিন্তু অন্য প্রান্তে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। সপ্তম উইকেটে একমাত্র জো মেনিই যা একটু সঙ্গ দিয়েছেন, দুজনের ২৮ রানের জুটিই ছিল সর্বোচ্চ। শেষ পর্যন্ত স্মিথ ৪৮ রানে অপরাজিত ছিলেন আর একমাত্র মেনিই ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্যাণ্ডার ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। দলে ফিরে তিন উইকেট নিয়েছেন কাইল অ্যাবট। রাবাদা নিয়েছেন এক উইকেট। 


    দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালই হয়েছিল, দুই অপেনার ডিন এলগার ও স্টিভেন কুক মিলে তুলে ফেলেছিলেন ৪৩ রান। এরপরেই পাল্টা আঘাত হানে অস্ট্রেলিয়া, এক ওভারেই দুজনকে ফিরিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। ফাফ ডু প্লেসি ও জেপি ডুমিনিও ফিরে গেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। দুজনকে ফিরিয়ে দিয়েছেন স্টার্কই। পরে আমলা ও বাভুমা জুটি গড়ে একটু পথ দেখানোর চেষ্টা করেছিলেন। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১৭১ রান, প্রথম ইনিংসে এর মধ্যেই এগিয়ে গেছে ৮৬ রানে।