ইনিংস ব্যবধানেই হেরে গেল অস্ট্রেলিয়া
স্কোর-
অস্ট্রেলিয়া ৮৫ ও ১৬১ ( উসমান খাজা ৬৪, অ্যাবোট ৭৭/৬, রাবাদা ৩৪/৪)
দক্ষিণ আফ্রিকা ৩২৬( ডি কক ১০৪, বাভুমা ৭৪; হ্যাজলউড ৮৯/৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৮০ রানে জয়ী
অ্যাবটের বলে ফিল্যান্ডারের হাতে ক্যাচ দিলেন নাথান লায়ন। অ্যাবোট-রাবাদাকে ঘিরে জয়োৎসব করছে দক্ষিণ আফ্রিকা দল। অন্যদিকে অস্ট্রেলিয়া ড্রেসিংরুমে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন স্মিথ। কীভাবে কী হয়ে গেলো সেটার উত্তরই হয়ত খুঁজছিলেন! হোবার্টে সিরিজের দ্বিতীয় টেস্টে অজিজের ইনিংস ও ৮০ রান হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ডু প্লেসির দল।
কিন্তু গতদিনের শেষে কেউ কি ভেবেছিল এরকম কিছু একটা হবে আজ সকালে? খোদ ডু প্লেসিও হয়ত এরকমটা কল্পনা করেননি! লাঞ্চের আগেই অজিদের ৮ উইকেট তুলে নিয়েছে তাঁর বোলাররা, স্মিথরা যোগ করতে পেরেছে মাত্র ৪০ রান! দিনের শুরুতেই অ্যাবোটের বলে ফেরেন উসমান খাজা। এরপরেই শুরু হয় বাকিদের যাওয়া আসার মিছিল। অ্যাবোট-রাবাদার সুইংয়ে আবারো নাকাল অজি মিডল অর্ডার। ভোজেস, ফার্গুসন, নেভিল কেউই টিকতে পারেননি বেশি সময়। মাত্র ১৬১ রানেই শেষ হয় স্মিথদের দ্বিতীয় ইনিংস। ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাবোট, বুঝতে দেননি স্টেইনের অভাবটা।
গত পাঁচটি টেস্ট এবং ওয়ানডেতে টানা হার। শ্রীলংকার পর দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি ধবলধোলাইয়ের শঙ্কা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার। ১৯২৮ সালের পর টেস্টে সবচেয়ে কম বল খেলে অলআউট হয়েছে তারা। দুই ইনিংস মিলিয়ে খেলেছে মাত্র ৫৫৮ বল, যা কিনা তাদের চতুর্থ সর্বনিম্ন!
২৩ নভেম্বর অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্ট। ব্যাটিংয়ের শোচনীয় অবস্থাই অজিদের বেশি ভাবাচ্ছে। কিছুতেই যেন রাবাদাদের সুইং বুঝে উঠতে পারছেন না স্মিথদের কেউই! শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে তাদের।