• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
  • " />

     

    মাথায় আঘাত পেয়ে ম্যাচ শেষ ভোজেসের

    মাথায় আঘাত পেয়ে ম্যাচ শেষ ভোজেসের    

    দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না অ্যাডাম ভোজেসের। একে তো গত কয়েক টেস্ট ধরেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারছিলেন না। পরবর্তী টেস্টে থাকা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। আজ শেফিল্ড শিল্ডের ম্যাচে ভালো কিছু করার লক্ষ্যেই খেলতে নেমেছিলেন। তবে দিনটি বাজেভাবেই শুরু হয়েছে, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়ছে তাঁকে।

     

    পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-তাসমানিয়া ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক ভোজেস। ১৬ রানের মাথায় ক্যামেরন স্টিভেন্সনের বল মাথায় লাগলে মাটিয়ে লুটিয়ে পড়েন। সাথে সাথেই চিকিৎসকরা এসে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করেন। ওই সময়ে কিছুক্ষণ মাটিয়ে শুয়ে ছিলেন ভোজেস। এরপর চিকিৎসকের কাঁধে হাত রেখে মাঠ ছেড়ে যান।

     

    পরবর্তীতে ড্রেসিংরুমে অচেতন হয়ে গেলে তাঁকে ম্যাচ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় দল। তাঁর বদলি হিসাবে কাউকে নেয়া হয়নি। অস্ট্রেলিয়া ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আঘাত পাওয়া ক্রিকেটারদের বদলি হিসেবে আরেকজনকে নেয়ার নিয়ম থাকলেও শেফিল্ড শিল্ডে এখনো এটা কার্যকর করা হয়নি।

     

    এই বছরের মে মাসে মিডলসেক্সের হয়ে খেলার সময়েও মাথায় আঘাত পেয়েছিলেন। সেবার ফিল্ডারের থ্রো এসে মাথার পেছনে লেগেছিল। এই ঘটনার পর কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে।