• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
  • " />

     

    দক্ষিণ আফ্রিকা আছে ডু প্লেসির পাশেই

    দক্ষিণ আফ্রিকা আছে ডু প্লেসির পাশেই    

    হোবার্ট টেস্টের দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে একটি মিন্ট ক্যান্ডি নিয়ে বলে লালা মাখাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। এই ভিডিওকে কেন্দ্র করেই ম্যাচের পর শুরু হয় বিতর্ক। তদন্তের পর আইসিসির লেভেল ২ অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। তবে এই দুঃসময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন ডু প্লেসি।

     

    বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত অধিনায়কের পাশেই থাকছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। গতকাল বিকালে বোর্ড প্রধান হারুন লরগাট এক প্রেস রিলিজে এই ঘোষণা দেন, “ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অধিনায়ক ডু প্লেসির ওপরে আনা আইসিসির কোড অফ কন্ডাক্ট সম্পর্কে আমরা অবহিত। আমরা আইসিসির কাছে আবেদন করেছি তাঁকে সময় দেয়ার জন্য। ডু প্লেসি যেন আইনজীবী নিয়োগ দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারে এই ব্যাপারে তাঁকে পূর্ণ সহায়তা করা হবে। আমরা এখন শুনানির দিনের অপেক্ষায় আছি।”

     

    ডু প্লেসির শুনানিতে উপস্থিত থাকার কথা রয়েছে আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের। এখনো শুনানির দিন ধার্য করা হয়নি।