এত রদবদলে বিস্মিত হাসি
যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, তখন বয়স ৩০ ছুঁই ছুঁই করছে। ঘরোয়া ক্রিকেটে হাজারো রান করা মাইক হাসি হয়তো অস্ট্রেলিয়া দলে খেলার আশাই ছেড়ে দিয়েছিলেন! তবে জাতীয় দলে সুযোগ পেয়েই চিনিয়েছিলেন নিজের জাত। যেই দলে সুযোগ পেতে এতবছর অপেক্ষার প্রহর গুণতে হয়েছিল, সেই অজিদের টেস্ট দলে একসাথে ৪ জন নতুন মুখ নেয়া হয়েছে! দলে এত রদবদলে খুবই অবাক হয়েছেন হাসি।
অ্যাডিলেড টেস্টের ১২ সদস্যের দলে ৪ জনই নবাগত। একসাথে এতজন নতুন মুখ দেখে একটু বিস্মিতই হয়েছেন মিস্টার ক্রিকেট, “আমি খুবই বিস্মিত হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না দলে এতগুলো পরিবর্তন আনা হয়েছে ! নির্বাচকরা আসলেই খড়গটা ভালোমতো চালিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে হারটা তাঁরা সহজভাবে নেয়নি।”
বর্তমান দলের জ্যেষ্ঠ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বয়স ৩০। নির্বাচকরা কিভাবে এত তরুণ দল খেলাতে চাচ্ছেন এটাই ভেবে পাচ্ছেন না হাসি, “আমি নিজে কখনোই এতগুলো পরিবর্তন আনার পক্ষপাতি নই। নির্বাচকরা হয়তো অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছেন। তবে ফার্গুসন এবং মেনির বাদ যাওয়াটা দুঃখজনক। মেনি ভালো বল করেছিল, ফার্গুসনও দুঃখজনকভাবে আউট হয়েছে।”
অভিষেকের অপেক্ষায় থাকা হ্যান্ডসকম্বের সাথে আগেও কাজ করার সুযোগ হয়েছিল হাসির। তরুণ এই ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী তিনি, “সে দারুণ একজন ক্রিকেটার। তাকে অনেকদিন ধরেই চিনি আমি। পুরো ঠাণ্ডার মৌসুমে সে ‘এ’ দলের অধিনায়ক ছিল। আশা করি সে সুযোগটা কাজে লাগাবে।”